শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের অপেক্ষায় হাজারো নেতাকর্মী তরুণ প্রজন্মকেই আগামীর নেতৃত্ব নিতে হবে: তারেক রহমান জোট সমঝোতায় নড়াইল-২ এর ধানের শীষের কান্ডারী ড. ফরিদুজ্জামান ফরহাদ দেশে ফেরার পরের দুদিন যেসব কর্মসূচি তারেক রহমানের, জানালো বিএনপি শিক্ষিত নয়, সুশিক্ষিত হতে হবে : আহসান উল্লাহ্ মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাঈম, সম্পাদক মিসবাহ ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সরকার কাজ করছে : অর্থ উপদেষ্টা নির্বাচনে ম্যাজিস্ট্রেটের সংখ্যা না বাড়লে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় পুলিশ টাঙ্গাইলের মির্জাপুরে মাদক নিয়ন্ত্রণ আইনে ৩ ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ডপ্রদান

লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলমের আদালতে আত্মসমর্পণ, জেল-হাজতে প্রেরণ

লিটন রেজা, স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনের মিছিলে হামলার অভিযোগে দায়েরকৃত
মামলায় লোহাগড়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম আদালতে আত্মসমর্পণ করেছেন। এ সময় বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে।

বুধবার (৩০জুলাই) দুপুরে লোহাগড়া আমলী আদালতের বিচারক রতনা সাহা সাবেক মেয়র আশরাফুল আলমের জামিন নামুঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার কর্মসূচি চলাকালে লোহাগড়া সিএন্ডবি চৌরাস্তায় ছাত্র-জনতার ওপর আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় আওয়ামী লীগের দলীয় নেতা কর্মীরা শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছোড়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে ১৩ জন শিক্ষার্থী আহত হয়।

এ ঘটনায় গত বছরের (৯ডিসেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমান বাবু বাদী হয়ে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের ২৯৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও সাড়ে ৩০০ থেকে ৩৫০ জনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। এ মামলায় ১৯ নম্বর আসামি করা হয় মেয়র আশরাফুল আলমকে। তিনি লোহাগড়া উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি, যুবলীগের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন।

নড়াইল আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট আজিজুল ইসলাম বিয়ষটি নিশ্চিত করেছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..