 
																
								
                                    
									
                                 
							
							 
                    চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধ কার্যক্রমে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বারশত ইউনিয়ন পরিষদের এম.এ কাইয়ুম শাহ।
উপজেলা পরিষদের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে তাঁকে উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যানের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমদের সভাপতিত্ব এতে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মামুনুর রশিদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বি.ইউ. এম. আমানতগীর, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের মাঝে বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী, নোয়াব আলী, এমএ কাইয়ুম শাহ, মাষ্টার মোহাম্মদ ইদ্রিচ, অসীম কুমার দেব,কলিম উদ্দিন, আজিজুল হোক বাবুল।