রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় অপারেশন থিয়েটারে রোগীর সাথে টিকটক, সোসাল মিডিয়ায় ভাইরাল, সিলগালা করলো স্বাস্থ্য বিভাগ নড়াইলে লাহুড়িয়া সুমন হত্যা মামলার আসামিকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে পিবিআই তিন মাসের জন্য ফজলুর রহমানের পদ স্থগিত করলো বিএনপি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, ডাঃ রেজওয়ানা রশীদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার বিএনপি নেতা ফজলুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে ৯৭ সংগঠনের যৌথ বিবৃতি ঠাকুরগাঁওয়ে ৭০টি অবৈধ জাল পুড়িয়ে দিলো প্রশাসন শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: অন্তর্বর্তী সরকার মেঘনায় উদ্ধার হওয়া লাশ সাংবাদিক বিভুরঞ্জন ধারণা পুলিশ ও স্বজনদের সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

গাইবান্ধা ফুলছড়িতে রাতের আঁধারে নৌকার নির্বাচনী অফিস ভাঙচুর

(ইসমাইল সিরাজী) গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৯ অক্টোবর, ২০২২

গাইবান্ধা – ৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনকে ঘিরে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপনের নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে।
গতকাল শনিবার দিনগত রাতে ফুলছড়ি উপজেলার ৩ নং উদাখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নাড্ডারমোর এলাকায়
এই ঘটনা ঘটে।
আজ রবিবার সকালে আওয়ামীলীগের নির্বাচনী অফিস ভাঙচুরের খবর পেয়ে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, উক্ত নির্বাচনী অফিসে থাকা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ নির্বাচনী অফিসে থাকা টেবিল চেয়ার ভাঙচুর করা হয়েছে। কারা ভাঙচুর করেছে এ ব্যাপারে নির্বাচনী অফিসের আশেপাশে থাকা দোকান ও এলাকাবাসীর বক্তব্য নিতে গেলে তারা বলেন, গতকাল রাতের যে কোন সময় কে বা কাহারা এই অফিস ভাঙচুর করেছে তা তারা বলতে পারছেন না।
এদিকে নির্বাচনী অফিসের দায়িত্বে থাকা কয়েকজন কর্মীর সাথে আলাপ হলে তারা বলেন, আমরা সকালে অফিস খোলার জন্য আসলে দেখতে পাই বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীর ছবিসহ আমাদের নির্বাচনী অফিসে থাকা পোষ্টার, চেয়ার টেবিল ভাঙচুর করা হয়েছে এবং এলোমেলো অবস্থায় সব কিছু পরে আছে। তবে কারা ভাঙচুর করেছে এই প্রশ্ন করলে কেউ বলতে পারেনি এই ঘটনার সঙ্গে কারা জড়িত।
এ ব্যাপারে উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফতার আলী সরকার বলেন, আমাদের নৌকা মার্কার জয় সুনিশ্চিত জেনে, বিপক্ষ যে কোন গ্রুপ রাতের আঁধারে এই অফিস ভাঙচুর করেছে বলে আমরা মনে করছি। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবী করছি।
অন্যদিকে ঘটনাস্থলে থাকা আওয়ামীলীগ নেতা গোলাম মওলা বলেন, আমরা এই ঘৃন অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবী করছি।
এই ঘটনা প্রসঙ্গে ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান টেলিফোনে এই প্রতিবেদককে জানান, আমি শুনেছি জাতীর পিতা বঙ্গবন্ধু, মাননীয় প্রধানমন্ত্রীর ছবিসহ আমাদের ঐ নির্বাচনী অফিসে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করা হয়েছে। আমি ব্যাক্তিগত ভাবে মনে করছি নৌকা মার্কার প্রার্থী মাহমুদ হাসান রিপন এর জয় সুনিশ্চিত জেনে বিপক্ষ গ্রুপ এই কাজ করেছে। আমি এই ভাঙচুরের সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানাচ্ছি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..