শনিবার, ০৪ মে ২০২৪, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মধুখালিতে দুই ভাইকে পিটিয়ে হত্যা বিএনপির দন্তত কমিটির বিচার দাবি লোহাগড়া উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ  লোহাগড়ায় বিএনপির উদ্যোগে সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি- স্যালাইন ও বিস্কুট বিতরণ চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি শিক্ষার্থীবান্ধব হবে কবে? ঈদগাঁও উপজেলার নির্বাচনে সুবিধাজনক স্থানে আবু তালেব, লড়ে যাবেন সেলিম আকবর এবং শামশু। আমরা চাই নির্বাচনে সবাই অংশগ্রহন করুক, যত বেশী অংশ গ্রহন করবে ততবেশী প্রতিযোগিতা পূর্ণ হবে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রথম নারী মহাপরিচালক হলেন শিরীন পারভীন সরকারি সা’দত কলেজ শাখা ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত মুরাদনগরে গৃহবধূকে জবাই করে হত্যার অভিযোগ লোহাগড়ায় প্রচন্ড গরমে ৭ জন শিক্ষার্থী অসুস্থ, স্কুল ছুটি ঘোষণা 

কক্সবাজারে ধর্ষণ মামলা’য় কুমিল্লার ছাত্রলীগ সাবেক সভাপতি অনিক আটক

মোঃ ওমর ফারুক ( কুমিল্লা প্রতিনিধি)
  • আপলোডের সময় : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

কুমিল্লা’য় ১৭ বছরের কিশোরীকে ধর্ষণে সহায়তা করায় র‌্যাব-১৫ কক্সবাজার এর হাতে আটক হন কুমিল্লা উত্তর জেলার বহিস্কৃত ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক(৩৫)। র‌্যাব-১৫ এর সূত্র মতে জানা যায়-আবু কাউছার অনিকের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে আকলিমা আক্তার(ছদ্দনাম) কিশোরী বাদী হয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং:৩৭/৭৮৮, জিআর:৭৮৮/২০২২।

উক্ত মামলায় বাদী ৪জনকে আসামী করে থাকে, এফআইআর ভুক্ত আসামীরা হলেন ১নং আসামী আরব আলী(২৭), পিতা: তাজুল ইসলাম, স্থায়ী ঠিকানা: সাং: পরিহলপাড়া, থানা: বুড়িচং, ২নং আসামী জিলানী(৩৮), পিতা: মোহাম্মদ আলী ভূইয়া, সাং:মাধাইয়া,থানা: চান্দিনা, ৩নং আসামী আবু কাউসার(৩৫),(প্রকাশ অনিক) পিতা: ফজলু মিয়া, সাং: নুরপুর(নুরপুর হাই স্কুলের পূর্ব দিকে), থানা: দেবিদ্বার ও ৪নং আসামী শাহজাহান মিয়া(৪০),পিতা:মনু মিয়া, সাং: নুরপুর(সরকার বাড়ী), থানা:দেবিদ্বার, সর্ব জেলা: কুমিল্লা।

জানা যায়, ১নং আসামীকে কয়েকদিন পূর্বে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ আটক করার তথ্য পাওয়া গেছে। ১নং আসামীকে আটক করার পর ২নং,৩নং ও ৪নং আসামীরা কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকেন।

তবে র‌্যাব-১৫ এর হাত থেকে রক্ষা পাননি ধর্ষণে সহযোগিতাকারী ৩নং আসামী আবু কাউছার(৩৪) ওরফে অনিক, সে নিজেকে ছাত্রলীগের কুমিল্লা উত্তর জেলার সাবেক সভাপতি হিসেবে পরিচয় দেন।

২৪শে সেপেটম্বর দুপুর ১২টায় র‌্যাব-১৫ সিপিএসসি কক্সবাজার কলাতলী এলাকায় অভিযান পরিচালনা করে ভি আইপি আবাসিক হোটেল সোনার বাংলা হতে মামলার ৩নং আসামী আবু কাউছার অনিককে আটক করে।

এসময় অনিক তাহার ব্যবহৃত প্রাইভেটকার চট্টমেট্টো গ- ১১-৯৩১৪’তে উঠার চেষ্টা করেছিল। এবিষয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন র‌্যাব-১৫ এর অধিনায়ক ল্যাফটেন্যান্ট কর্ণেল খাইরুল আলম প্রতিবেদককে মুঠো ফোনে জানান-২৪শে সেপ্টেম্বর সকাল থেকে আমাদের চৌকস র‌্যাবের আভিযানিক দল এজাহারনামীয় ৩নং আসামী আবু কাউছারকে আটকের জন্য তৎপর ছিলেন।

পরবর্তীতে র‌্যাব-১৫ সিপিএসসি কক্সবাজার ক্যাম্পের গোয়েন্দা সংবাদের ভিত্তিক্তে কলাতলী সোনার বাংলা আবাসিক হোটেল থেকে তাকে আটক করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..