শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নরসিংদীর শিবপুরে ১২ বছরের ছাত্রীকে ধর্ষণকারীকে আসামি গ্রেফতার করেছেন র‍্যাব আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৫ গ্যাস সংকটে বন্ধ হয়ে গেল সিইউএফএল পিরোজপুর ঘুমের ঔষধ খাইয়ে পুত্রবধুকে ধর্ষণ করল শ্বশুর লোহাগড়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে খাবার পানি ও শিক্ষা উপকরণ বিতরন এসএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ নিষেধ কলেজ ছাত্রীকে ধর্ষণ করে হত্যা,দেখে ফেলায়,নানা-নানী জনকে কুপিয়ে জখম বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও নোয়াখালী-২ আসনের সাবেক এমপি মোরশেদ আলমকে গ্রেপ্তার রায়পরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে নিহতের জেরে বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগ লোহাগড়ায় নাশকতার মামলার আসামি আওয়ামীলীগের সেক্রেটারি খোকন চৌধুরী গ্রেফতার

নীলফামারী ডিমলার টেপাখরিবাড়ি ইউপিতে এ্যাম্বুলেন্সের উদ্বোধন ও ভাঙ্গা রাস্তা পরিদর্শন

(জামান মৃধা নীলফামারী প্রতিনিধি):-
  • আপলোডের সময় : রবিবার, ১৯ জুন, ২০২২

প্রধানমন্ত্রীর স্বপ্ন “আমার গ্রাম আমার শহর” বাস্তবায়নের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ের নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করনে টেপাখরিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হক এর পরিকল্পনা ও নির্দেশনায় ২০২১-২২ অর্থবছরের (এলজিএসপি-৩) এর অর্থায়নে ১১ লাখ ২০ হাজার টাকায় একটি নতুন অ্যাম্বুলেন্স ক্রয় করা হয়।
টেপাখরিবাড়ি সহ পার্শ্ববর্তী কয়েক ইউনিয়নের রোগী পরিবহনের ক্ষেত্রে শুধুমাত্র তেল দিয়ে রোগীর পরিবার এই এ্যাম্বুলেন্সটি ব্যবহার করতে পারবে। এতে কোনো অতিরিক্ত টাকা দেওয়ার প্রয়োজন হবে না।

রবিবার (১৯শে জুন) বিকাল পাঁচটার সময় নীলফামারীর ডিমলা উপজেলায় টেপাখড়িবাড়ী সহ পার্শ্ববর্তী ইউনিয়নের সর্বসাধারণের স্বাস্থ্যসেবায় ব্যবহৃত এই অ্যাম্বুলেন্সটির এর শুভ উদ্বোধন ও তিস্তা নদীর তীরবর্তী স্বপন বাঁধের ভাঙ্গা অংশ পরিদর্শন করেন জেলা প্রশাসক ইয়াসিন আরেফীন।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল করিম, সহকারী কমিশনার (ভূমি) ইবনুল আবেদীন, ইউপি চেয়ারম্যান মইনুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, উপসহকারী প্রকৌশলী (ত্রাণ শাখা) ফেরদৌস আলম এছাড়াও অত্র ইউনিয়নের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে,গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রভাবিত হওয়ায় টেপাখড়িবাড়ি ইউনিয়নের তেলির বাজার সংলগ্ন স্বেচ্ছাসেবী স্বপন বাঁধের প্রায় ৫০ মিটার অংশ ভেঙ্গে আশপাশের বসত ভিটায় পানি প্রবেশ করে। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পানি বন্দি মানুষের মাঝে ত্রান সহায়তা হিসাবে ২০ কেজি করে মোট ১৫০ জনের মাঝে (জিআর) চাউলসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..