রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ভোলায় প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস।। ভোলায় আয়োজিত হয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বক্তব্য প্রতিযোগিতা। লাখো জনতার ভালোবাসায় সিক্ত ভোলা-১ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর এয়োদশ জাতীয় নির্বাচনে ভোলার ৪ টি আসনে বিএনপির মনোনয়ন পেয়ে উচ্ছ্বসিত তৃণমূল বিএনপি। খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি : নাসীরুদ্দীন জোটের ১২ নেতাকে ‘গ্রিন সিগন্যাল’ দিল বিএনপি ঢাকা-১৭ আসনে প্রার্থী হবেন হিরো আলম সরিষাবাড়ীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মদনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত লোহাগড়ার লাহুড়িয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত

সরকারের উন্নয়নের ধারাকে ব্যাহত করতে দেশে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে,আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক শফিক

হযরত বেল্লাল, সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : শনিবার, ১১ জুন, ২০২২

স্বাধীনতার বিপক্ষের শক্তিকে প্রতিহত করতে আওয়ামীলীগকে আরও সু-সংগঠিত হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের গতিকে থামিয়ে দিতে বিএনপির নেতারা বিদেশে বসে ষড়যন্ত্র করছে। রংপুর বিভাগে এখনও লাঙল জমি চাষ করছে। আওয়ামীলীগকে এর পরিবর্তন আনতে হবে। সুন্দরগঞ্জ উপজেলায় আসলেই একটি কষ্টের চিত্র ভেসে উঠে। যারা চার পুলিশ, ছাত্রনেতা মামুন এবং প্রয়াত সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনকে হত্যা করেছে, তাদেরকে ছাড় দেয়া হবে না। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক উপরোক্ত কথাগুলো বলেন।
আজ শনিবার সুন্দরগঞ্জ ডিড রাইটার ডিগ্রী সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগ সম্মেলন ও কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মিয়ার সভাপতিত্বে সম্মেলন ও কাউন্সিলে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্য, সাবেক এমপি এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, সফুরা বেগম রুমি, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত আহবায়ক আফরুজা বারী প্রমূখ। সম্মেলনে রংপুর মহানগর, রংপুর জেলার বিভিন্ন উপজেলা, গাইবান্ধা জেলাও সাতটি উপজেলার আওয়ামীলীগ এবং তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। এছাড়া সম্মেলনে ও কাউন্সিলে সুন্দরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌর সভার কাউন্সিলর ও ডেলিগেটগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মোস্তফা মুরাদ । অনুষ্ঠানের শুরুতেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন অতিথিগণ

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..