শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নরসিংদীর শিবপুরে ১২ বছরের ছাত্রীকে ধর্ষণকারীকে আসামি গ্রেফতার করেছেন র‍্যাব আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৫ গ্যাস সংকটে বন্ধ হয়ে গেল সিইউএফএল পিরোজপুর ঘুমের ঔষধ খাইয়ে পুত্রবধুকে ধর্ষণ করল শ্বশুর লোহাগড়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে খাবার পানি ও শিক্ষা উপকরণ বিতরন এসএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ নিষেধ কলেজ ছাত্রীকে ধর্ষণ করে হত্যা,দেখে ফেলায়,নানা-নানী জনকে কুপিয়ে জখম বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও নোয়াখালী-২ আসনের সাবেক এমপি মোরশেদ আলমকে গ্রেপ্তার রায়পরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে নিহতের জেরে বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগ লোহাগড়ায় নাশকতার মামলার আসামি আওয়ামীলীগের সেক্রেটারি খোকন চৌধুরী গ্রেফতার

মানিকগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল।

বাবুল আহমেদ মানিকগঞ্জ প্রতিনিধি,
  • আপলোডের সময় : বুধবার, ২৫ মে, ২০২২

মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটি বাতিল ও সাধারণ সম্পাদকের অপসারণের দাবিতে মশাল মিছিল

এবং বিক্ষোভ সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৪ মে) সন্ধা সাড়ে ৮টার দিকে জেলা স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শহীদ রফিক সড়কে একটি বিক্ষোভ মশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্ত্বরে এসে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় জেলা যুবলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম পারভেজ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী রানা, সাদিকুল ইসলাম সোহা, সাধারণ সম্পাদক এনামুল হক রুবেল ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল ইসলাম সাকিবসহ দুই শতাধিক সাবেক ছাত্রনেতা উপস্থিত ছিলেন।

জেলা যুবলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম পারভেজ জানান, ফেইজবুকের মাধ্যমে এ কমিটি ঘোষনা করা হয়েছে। এ কমিটি আমরা মানি না। যদি এই কমিটি বাতিল করা না হয়, তাহলে আমাদের কর্মসূচী চলবে। কারন এই কমিটিতে যাকে সাধারণ সম্পাদক করা হয়েছে, সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের তার নাম রয়েছে মাদক ব্যবাসায়ী হিসেবে। আমাদের দাবি অতিদ্রুত এই কমিটি বাতিল করে সাবেক ছাত্রনেতাদের নিয়ে নতুন কমিটি গঠন করবে।

রফিকুল ইসলাম রানা বলেন, সাবেক ছাত্র নেতাদের দিয়ে স্বেচ্ছাসেবক কমিটি গঠন করার কথা ছিল। ইতিপূর্বে কোন অশিক্ষিত, মাদকসেবী ও ব্যবসায়ী দিয়ে কমিটি গঠন করা হয়নি। কেন মানিকগঞ্জের জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি করা হলো কেন্দ্রীয় কমিটির কাছে সেটার জবাব চাই।

উল্লেখ্য, সোমবার রাতে আবু বকর সিদ্দিক খাঁন তুষারকে সভাপতি এবং আবুল বাশারকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। একই সাথে আগামী এক মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করার নির্দেশও দিয়েছেন কেন্দ্রীয় কমিটি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..