রবিবার, ১৯ মে ২০২৪, ০১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটের শরণখোলায় গলায় ওড়না পেঁচিয়ে প্রবাসীর স্ত্রীরির আত্মহত্যা সিংড়ায় ভোক্তা-অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠান কে জরিমানা  সাতক্ষীরার তালায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত আহত ১১   বাগেরহাটের রামপালে লায়ন ড.শেখ ফরিদুল ইসলামের উদ্যোগে চোখের ছানি অপারেশন ও লেন্স সংযোজন ৫০০ রোগী বাছাই লোহাগড়ায় চেয়ারম্যান প্রার্থী কে এম ফয়জুল হক রোমের নির্বাচনী অফিস ভাংচুর ও পোষ্টার ছিঁড়ে ফেলার অভিযোগ  নড়াইলে চিত্রা নদী থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বাগেরহাট জেলার ফকিরহাটে দাঁড়িয়ে থাকা পিকাপ ভ্যান এর পেছনে ট্রাকের ধাক্কায় নি*হত ১ জোবিঅ সোনারগাঁও এর উদ্যোগে অবৈধ তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ কাজ চলমান । বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কে মোংলা থানার ওসি (তদন্ত) ক্লোজড বাগেরহাটের রামপাল থানা পুলিশের বিশেষ অভিযানে আলী সরদার নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

লোহাগড়া পৌর নির্বাচনের নৌকার প্রার্থী সৈয়দ মশিউর রহমানের জয়।

শরিফুজ্জামান, নড়াইল।।
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

নড়াইলের লোহাগড়া পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ুর রহমান নৌকা প্রতিক নিয়ে ৯ হাজার ৫৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র আশরাফুল আলম জগ প্রতিক পেয়েছেন ৬ হাজার ৬৬৭ ভোট, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মনোনীত মো. মঈনুল হাসান কাজল (হাতুড়ী-কাস্তে) প্রতিক নিয়ে ১’শ ৯৩ ভোট পেয়েছেন ।
নির্বাচনে ভোট পড়েছে ৬৯ দশমিক ৩৪ শতাংশ। নির্বাচনে ৯ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুই প্লাটুন বিজিবি, দুই প্লাটুন র‌্যাবসহ বিপুল সংখ্যক পুলিশ ও আনসার বাহিনীর সদস্য দায়িত্ব পালন করেন।
নড়াইল জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ওয়ালিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১১টি ভোট কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এর মাধ্যমে বিরতিহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ২৩ হাজার ৭৩৭ জন।
কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে বিশ্বনাথ দাস, ২নং ওয়ার্ডে উজ্জল হাসান, ৩নং ওয়ার্ডে আনিসুর রহমান, ৪নং ওয়ার্ডে মিলু শরীফ, ৫নং ওয়ার্ডে পলাশ শেখ, ৬নং ওয়ার্ডে গিয়াসউদ্দিন ভূইয়া, ৭নং ওয়ার্ডে শাহজাহান সিরাজ বিদ্যুত, ৮নং ওয়ার্ডে ফারুক শেখ, ৯নং ওয়ার্ডে সাহিদুর রহমান সাবু, সংরক্ষিত মহিলা ১নং আসনে সেকেলা বেগম, ১নং খালেদা জামান, ৩নং ওয়ার্ডে রাজিয়া সুলতানা বিউটি ১১০৮ ভোটের ব্যাবধানে বিজয়ী হয়েছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..