শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:০৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
মাদারগঞ্জে বাজার মনিটরিং অভিযানে ব্যবসায়ীকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের দুর্নী‌তির দায়ে নগদ অর্থসহ ৩ জনকে আটক করেছে সেনাবা‌হিনী নড়াইলে অতিরিক্ত মদ্যপানে স্কুল ছাত্রীর মৃ’ত্যু হাসপাতালে ভর্তি ১ দুই জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে মৃত্যুর সনদ পত্র দিয়েছে ইউপি চেয়ারম্যান ভালুকায় পৌর বিএনপির দোয়া মাহফিল বাগেরহাট জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে “জাতীয় শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক যুবলীগ নেতা সাইফুল সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ। নরসিংদী সাবেক এমপি মো. সিরাজুল ইসলাম মোল্লা গ্রেপ্তার রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার হয়েছেন সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

খুনলা বাগেরহাট সন্ত্রাসীদের গুলিতে সিরাজুল ইসলাম নামে এক ঠিকাদার নিহত।

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১

শুক্রবার রাতে খুলনায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।
এর আগে সন্ধ্যায় শহরতলীর পশ্চিম হাড়িখালী এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ঠিকাদার মনোক বাগেরহাট শহরতলীর কৃঞ্চনগর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

নিহত ঠিকাদারের স্বজনরা জানান, শুক্রবার সন্ধ্যার পর ঠিকাদার সিরাজুল ইসলাম মনোক পশ্চিম হাড়িখালী এলাকার ওয়াজেদ মহুরির বাড়ির সামনে দিয়ে যাওয়ার পথে মোটরসাইকেলে আসা একদল সন্ত্রাসী তাকে গুলি করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুলির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে আহত ঠিকাদারকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। ঠিকাদর মনোকের পায়ের উরুতে গুলিবিদ্ধ হওয়ায় বাগেরহাট সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে দ্রুত খুলনা মেডিকেলে স্থানান্তর করেন।

পরে রাতে চিকিৎসাধীন আবস্থায় খুলনার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যায়। তবে কি কারণে এ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে তা জানাতে পারেনি পুলিশ।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান শুক্রবার সন্ধ্যার দিকে মোটরসাইকেলে আসা দুজন দুর্বৃত্ত ঠিকাদার সিরাজুল ইসলামকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। সন্ত্রাসীদের ছোড়া গুলি তার ডান পায়ের উরুতে বিদ্ধ হয়। এ অবস্থায় খুলনা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎিসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তবে কারা কি কাররে ওই ঠিকাদারকে গুলি করা হয়েছে, সে বিষয়টি খতিয়ে দেখতে পুলিশের একাধিক দল কাজ শুরু করছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..