সোমবার, ১০ মার্চ ২০২৫, ১১:০৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেফতার ২ নেত্রকোণায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, রয়েছে ১৮ মামলা ধর্মপাশায়, ২নং সেলবরষ ইউনিয়নের ৭১৭টি পরিবার ৫৪০ টাকা পাচ্ছে টিসিবির পণ্য রাঙ্গাবালীতে তিনটি গরুসহ চোর সদস্যের ২জন আটক ৫ দফা দাবি আদায়ে কুমিল্লায় চিকিৎসকদের প্রতিবাদ সমাবেশ মাগুরায় শিশু ধর্ষণ: গভীর রাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে নারায়ণগঞ্জ ধর্ষণবিরোধী মিছিল থেকে ফেরার পথে ছাত্রদল কর্মীকে হত্যা! পরীক্ষার ফি কমানোর দাবিতে বার কাউন্সিলে স্মারকলিপি প্রদান  দেশে ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান‘জিরো টলারেন্স স্বরাষ্ট্র উপদেষ্টা ৯০ দিনের মধ্যে ধর্ষণের মামলার বিচার সম্পন্ন করতে হবে,আইন উপদেষ্টা

লোহাগড়ায় ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেফতার ২

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :
  • আপলোডের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫

নড়াইলের লোহাগড়া উপজেলার ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পান্নু মোল্লা (৩৮) ও তার ভাবি শারমিন বেগমকে (৩২) গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।

সোমবার (১০ মার্চ) দুপুর ২ টার দিকে লোহাগড়া থানায় ওই শিশুর মা বাদী হয়ে ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেন। মামলা হবার ২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ও তার সহোযোগি আসামিকে গ্রেফতার করে পুলিশ।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত পান্নু মোল্যা উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের দিননাথপাড়া গ্রামের মো. সোনা মিয়ার ছেলে এবং তার ভাইয়ের স্ত্রী বাবু মোল্যার স্ত্রী শারমিন বেগম।

মামলার এজাহার ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে ১১ টার দিকে স্কুল থেকে বাড়িতে ফেরে ওই শিশু। পরে পান্নু মোল্যার বাড়িতে বরই কুড়াতে গেলে তার বাড়িতে কেউ না থাকায় তাকে ডেকে নিয়ে ঘরের ভেতর ধর্ষণের চেষ্টা করে। পরে স্থানীয় মাতুব্বররা ভয়-ভীতি দেখিয়ে ওই শিশুর মাকে মামলা করতে নিষেধ করেন। এক পর্যায়ে শিশুটির খালাতো ভাই বিষয়টি জানতে পেরে তিনি শিশু ও তার মাকে লোহাগড়া থানায় নিয়ে আসেন। ওই শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

ওই শিশুটির বাবা মোবাইলফোনে বলেন, আমার ছোট শিশুটি পান্নু মোলার বাড়িতে বরই কুড়াতে গেলে আমার মেয়েকে পান্নু মোল্যা ধর্ষণের চেষ্টা করেছে। পরে আমি জানতে পারি। এরপর গ্রামের মাতুব্বর তুজি মোল্যা, আয়াজ মোল্যা, পল্লী চিকিৎসক ওবাদুর মামলা না করতে ভয়ভীতি দেখায়। সোমবার আমার স্ত্রী মামলা করেছে। আমার মেয়ের সাথে যা করিছে আমি এর বিচার চাই।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান বলেন, মামলা দায়েরের পর দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..