বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধন লোহাগড়ায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত মদনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভোলায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না, আমরা প্রতিকার চাই, কালীগঞ্জে ফজলুল হক মিলন খুলনা-৫ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হিসেবে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ডাক পেলেন রুবায়েদ ও লবী‌। মির্জাপুরে গোলাপী বেগম নামে এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার আবু বাকের মজুমদারকে লক্ষ্য করে ককটেল হামলা নেত্রকোণায় ‘সরকারি অ্যাম্বুলেন্স সেবা’ মিলছে না নড়াইলে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এইচ এম রাশেদ এর নেতৃত্বে গণমিছিল ও লিফলেট বিতরণ

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্বশুর।

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় খুনের ভয় দেখিয়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে সোমবার (৫ জুলাই) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি মৃত আবু সাঈদ ভূঁইয়ার ছেলে আবদুল আজিজ (৪৮)।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, গ্রেপ্তারকৃত আজিজের ছেলের সঙ্গে ৫ মাস আগে বিয়ে হয় ভুক্তভোগী নারীর। বিয়ের পর থেকে তারা পাশাপাশি ঘরে বসবাস করে আসছিলেন। এসময় শ্বশুর বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন।

শ্বশুরের প্রস্তাবে রাজি না হলে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাতেন তিনি। একপর্যায়ে গত ২৫ জুন ভুক্তভোগীর স্বামী ব্যক্তিগত কাজে বের হন এবং শাশুড়ি বালিয়াপাড়া গ্রামে বেড়াতে যান।

এই সুযোগে ঘরে ঢুকে খুনের ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ করেন। পরে আরও কয়েকবার ধর্ষণ করেন আবদুল আজিজ। সোমবার (৫ জুলাই) বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে পুত্রবধূকে আবারও ধর্ষণচেষ্টা করেন শ্বশুর।

এ সময় গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তিনি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগী আড়াইহাজার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

ডাক্তারি পরীক্ষা জন্য তাকে নারায়ণগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..