শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লাখো জনতার ভালোবাসায় সিক্ত ভোলা-১ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর এয়োদশ জাতীয় নির্বাচনে ভোলার ৪ টি আসনে বিএনপির মনোনয়ন পেয়ে উচ্ছ্বসিত তৃণমূল বিএনপি। খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি : নাসীরুদ্দীন জোটের ১২ নেতাকে ‘গ্রিন সিগন্যাল’ দিল বিএনপি ঢাকা-১৭ আসনে প্রার্থী হবেন হিরো আলম সরিষাবাড়ীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মদনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত লোহাগড়ার লাহুড়িয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাজারে আগুন, অর্ধ কোটি টাকা ক্ষয়ক্ষতি লোহাগড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেলো ৩’শ অসহায় ও দরিদ্র রোগী

লাখো জনতার ভালোবাসায় সিক্ত ভোলা-১ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর

আমজাদ ভোলা
  • আপলোডের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

ভোলা-১ (সদর–ইলিশা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীরকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে পুরো জেলায়। মনোনয়ন পাওয়ার পর শনিবার বিকেলে তাঁকে গণসংবর্ধনা দিতে ভোলা জেলা বিএনপি ও অঙ্গসংগঠন বিশাল জনসমাবেশের আয়োজন করে।

গণসংবর্ধনাকে কেন্দ্র করে ভোলার ইলিশা ফেরিঘাট থেকে সদর রোড পর্যন্ত এলাকা জনসমুদ্রে পরিণত হয়। নেতাকর্মী ও সাধারণ জনগণের ঢল নামে আলহাজ্ব গোলাম নবী আলমগীরকে এক নজর দেখতে। স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর—“ধানের শীষে ভোট দিন”, “গোলাম নবী আলমগীরকে জয়যুক্ত করুন” ইত্যাদি শ্লোগানে।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেন,

> “আমরা বিএনপি নেতা–কর্মীরা সবাই ঐক্যবদ্ধ। ধানের শীষকে জয়যুক্ত করে ভোলাকে মাদকমুক্ত ও স্বশিক্ষিত সমাজে রূপান্তর করবো। আমাদের ভোলার উৎপাদিত গ্যাসকে কাজে লাগিয়ে শিল্প–কলকারখানা স্থাপন করে বেকারত্ব দূর করবো। ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেবো এবং ভোলাকে একটি আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।”

তার এ বক্তব্যে উপস্থিত লাখো জনতা হাততালি ও ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে এবং বিশাল ব্যবধানে তাঁকে জয়যুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করে।

গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, হুমায়ুন কবির সোপান, এনামুল হক, তারিকুল ইসলাম কায়েদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও ভোলা প্রেসক্লাব আহ্বায়ক অ্যাডভোকেট ড. মো. বাসেত, উপজেলা বিএনপির সভাপতি আসিফ আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা যুবদলের সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম (ভিপি), বিএনপি নেতা খন্দকার আল-আমিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদসহ জেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের কয়েক সহস্রাধিক নেতাকর্মী।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..