নরসিংদীতে ইসকন নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
নরসিংদী, ৩১ অক্টোবর:
আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও আহলে হাদিস যুবসংঘ নরসিংদী জেলা শাখার উদ্যোগে নরসিংদীতে সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (৩১ অক্টোবর) বিকেলে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা মোড়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আমীর ড. আসাদুল্লাহ আল গালিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমীর মুহিবুল্লাহ বাবুনগরীকে ইসকন কর্তৃক হত্যার হুমকি দেওয়া হয়েছে। এর প্রতিবাদ জানিয়ে তারা সংগঠনটির নিষিদ্ধ ঘোষণা দাবি করেন।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক জালালউদ্দিন। আরও বক্তব্য রাখেন আহলে হাদিস যুবসংঘ নরসিংদী জেলা সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, আহলে হাদিস আন্দোলন নরসিংদী জেলা সাধারণ সম্পাদক আঃ সাত্তার, যুব বিষয়ক সম্পাদক মুহাম্মদ দেলোয়ার হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ হেমায়েত হোসেন খোকন, সমাজকল্যাণ সম্পাদক মোঃ ইসমাঈল মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, দেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হলে সকল উগ্র ও সহিংস সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা জরুরি। একই সঙ্গে তারা সরকারের কাছে ইসকনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।