বাংলা কলেজের সংঘর্ষ কাভার করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক সাব্বির।
আজ বুধবার ২২ অক্টোবর,
সরকারি বাঙলা কলেজ ক্যাম্পাসে সংঘর্ষের সময় বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম সাব্বিরের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে তিনি আহত হয়ে বর্তমানে ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সাক্ষীদের বরাত দিয়ে জানা যায়, বুধবার দুপুর ২ টার দিকে ক্যাম্পাসে ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র সংসদের মধ্যে সংঘর্ষ চলাকালে সাংবাদিক সাইফুল ইসলাম সাব্বির ঘটনাস্থলের ভিডিও ধারণ করছিলেন। এসময় ভিডিও ধারণের বিষয়টি দেখে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজু মিয়া তার ওপর হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার সময় সাব্বিরের মাথায় আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত হন।
ঘটনার পরপরই সহপাঠীরা তাকে উদ্ধার করে নিকটস্থ ডেল্টা হাসপাতালে ভর্তি করেন।
এসময় ঘটনাস্থলে বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। তখন তাদের সাথেও ছাত্রদলের নেতাকর্মীদের এক প্রকার দস্তাদস্তি হয়।
এ বিষয়ে বাঙলা কলেজ সাংবাদিক সমিতির এক সদস্য বলেন, “আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছিলাম। সাংবাদিকের ওপর এ ধরনের হামলা দুঃখজনক ও নিন্দনীয়।”