১৬ বছর কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে গ্রামের বাড়ি, সাবেক বিডিআর সদস্য আবদুল মতিন
পিলখানা ট্রাজেডির ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় দীর্ঘ ১৬ বছর কারাভোগের পর জামিন পেয়ে মুক্তি পেয়ে গ্রামের বাড়ি ফিরেছেন সাবেক বিডিআর সদস্য আব্দুল মতিন। দির্ঘদিন পর গ্রামের বাড়িতে আসায় আবেগঘন দৃশ্যের অবতারনা ঘটে। তাকে কাছে পেয়ে খুশি স্বজনেরা।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ছোটবাইশদিয়া ইউনিয়নের তিল্লা গ্রামে চৌকিদার বাড়ির উঠোনে এখন বিরাজ করছে আনন্দঘন পরিবেশ। গত ২৩ জানুয়ারি পিলখানা ট্রাজেডির ঘটনায় সাজাপ্রাপ্ত বন্দীদের জামিনে মুক্তি দেয়ায় ১৬ বছর কারাভোগের পর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান আব্দুল মতিন। পরদিন ২৪ জানুয়ারি তিনি নিজ গ্রামের বাড়িতে ফিরলে স্বজনরা তাকে ফুল দিয়ে বরণ করেন।স্থানীয়রা তাকে দেখতে তার বাড়িতে ভীর করছেন, তাকে বুকে জড়িয়ে ধরে আনন্দে উদ্ভাসিত হচ্ছেন। খুশিতে কেঁদে ফেলেন অনেকেই। দীর্ঘ প্রতিক্ষার পর তাকে কাছে পাওয়ার অনুভুতি ভাষায় প্রকাশ করতে পারছেন না তারা। তাকে চাকুরিতে পূনর্বহালের দাবি স্থানিয়দের।
২৯ বছর চাকরী করার পর পিলখানা ট্রাজেডির ঘটনায় মিথ্যা সাক্ষী দিতে অস্বীকৃতি জানানোয় বিস্ফোরক আইনে করা মামলায় তাকে আসামী করা হয়। পক্ষপাতমূলক বিচারের কারনে দীর্ঘ ১৬ বছর তাকে কারাভোগ করতে হয়েছে। এসব কথা বলতে গিয়ে এ সময় চেখে জল আসার পাশাপাশি আবেগে তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। আব্দুল মতিন, সাবেক বিডিআর সদস্য।
২০১৯ সালের ডিসেম্বর মাসে বিডিআর হিসেবে চাকুরির নিয়োগ লাভ করেন তার ছোট ছেলে মো: আসাদুজ্জামান সাগর। কিন্তু অজ্ঞাত কারনে চাকুরীতে যোগদানের ছয় মাসের মধ্যে তাকে অব্যাহতি দেয় কর্তৃপক্ষ। দুই প্রজন্মের সাথে ঘটা এমন ঘটনায় ক্ষুব্ধ তারা।
আর কোন ব্যাক্তি যেন এমন ভাবে রাজনৈতিক ফয়দা হাসিলের বলি না হয় এমন প্রত্যাশা সকলের।