মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন , ই-পেপার

মোহনগঞ্জে মাদক কারবারি গ্রেফতার

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

নেত্রকোণার মোহনগঞ্জে ইয়াবা ও হেরোইনসহ মো. আরিফুল ইসলাম আরিফ (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন ও ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার (২৮ জুলাই) সকালে মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আটক আরিফ উপজেলার বড়কাশিয়া গ্রামের মো. শামছুল আলমের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদে পৌরশহরের পাথরঘাটা এলাকা থেকে শনিবার রাতে অভিযান চালিয়ে আরিফকে ১০ গ্রাম হেরোইন ও ২৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে এ ঘটনায় মাদক আইনে মামলা দিয়ে রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

ওসি আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দিয়ে রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..