কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা কচাকাটা থানায় এসএসসি/দাখিল পরীক্ষায় A+প্রাপ্তসহ সকল কৃতি শিক্ষার্থীদের জন্য সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কচাকাটা থানা শাখা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহজালাল সবুজ, সভাপতি, যুব বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ মোশাররফ হোসেন, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখা। জনাব মোঃ আব্দুল বাতেন বিএসসি, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা থানা শাখা। জনাব মোঃ নুরুজ্জামান কবির, প্রধান শিক্ষক কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়, জনাব মোঃ মইনুল ইসলাম, প্রিন্সিপাল, কচাকাটা আইডিয়াল স্কুল এন্ড কলেজ, জনাব মোঃ আলেফ উদ্দিন, প্রধান শিক্ষক, কাশিম বাজার ক্যাডেট মাদ্রাসা। সভাপতিত্ব করেন জনাব মোঃ আতিক মাহমুদ, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কচাকাটা থানা শাখা। প্রধান অতিথি উক্ত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি বলেন আগামীতে একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।লেখা পড়ার পাশাপাশি শারীরিক চর্চা অব্যাহত রাখতে হবে। আগামীতে দেশ পরিচালনা করার যোগ্যতা অর্জন করতে হবে। উপস্থিত বিশেষ অতিথি বৃন্দ সকলেই দিকনির্দেশনা মুলক আলোচনা রাখেন। পরিশেষে সভাপতি সাহেব উপস্থিত কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে প্রোগ্রামের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেন