বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১১:২৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সেপ্টেম্বর / ২০২৫ মাসের কর্ম মুল্যায়নে নরসিংদী জেলার শ্রেষ্ঠ এস আই ( নি:) ইউসুফ আহম্মেদ। মেট্রোরেলের চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হচ্ছে মিরপুরে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক লোহাগড়ায় রাস্তা বন্ধ করে প্রতিবেশীর দেয়াল নির্মাণ, চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের গনসংযোগ ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হলেন শহিদুল আলম সাবেক সেনা সদস্যের স্ত্রী ও মেয়েকে জবাই করে হত্যা, ৩০ ভরি স্বর্ণ লুট ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা বাতিল করল সরকার

কুচক্রী মহলকে অপপ্রচার বন্ধে “গ্রীন ভয়েস” এর নিন্দা ও প্রতিবাদ 

শরিফুজ্জামান স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
পরিবেশবাদী যুব সংগঠন  গ্রীন ভয়েস-এর কেন্দ্রীয় সহ- সমন্বয়ক হুমায়ুন কবির সুমনের স্বাক্ষরিত ৬ জানুয়ারি সোমবার এক প্রতিবাদ বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশের সর্ববৃহৎ পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস-এর কেন্দ্রীয় সমন্বয়ক কমিটির সমন্বয়ক মো. আলমগীর কবির, হুমায়ুন কবির সুমন, তরিকুল ইসলাম রাতুল, আরিফুর রহমান, মোনছেফা তৃপ্তি, শাকিল কবির এবং ফাহমিদা নাজনীন তিতলী এক যৌথ বিবৃতিতে একটি কুচক্রীমহল উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রীন ভয়েসের বিরুদ্ধে অসত্য ও বানোয়াট অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

গ্রীন ভয়েস সারাদেশের কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমে গড়ে উঠা একটি পরিবেশবাদী সংগঠন। এটি প্রাকৃতিক, সামাজিক, এবং মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে আসছে। দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়-কলেজ,জেলা-উপজেলায় সংগঠনটি নিয়মিতভাবে পরিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়নের জন্য কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

গ্রীন ভয়েসের দীর্ঘদিনের সুনাম প্রশ্নবিদ্ধ করার জন্য একটি কুচক্রী মহল মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালাচ্ছে। তারা মিথ্যা তথ্য দিয়ে প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করছে। তবে গ্রীন ভয়েস তার লক্ষ্যে অবিচল এবং সত্যের পথে থেকে পরিবেশবান্ধব বাংলাদেশ গঠনের জন্য নিরলস কাজ করে যাবে।

গ্রীন ভয়েস হিংসা ও অপপ্রচারে বিশ্বাস করে না। শুভ কাজের মাধ্যমে একটি সবুজ, মানবিক এবং পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যাবে।

 গ্রীন ভয়েস এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং কুচক্রী মহলকে এসব কার্যক্রম বন্ধ রেখে সত্য ও ন্যায়ের পথে কাজ করার আহ্বান জানাচ্ছে। যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..