সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪, ১০:৫৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ইয়াবা ও হেরোইনসহ সেনাবাহিনার হাতে মাদক ব্যবসায়ী আটক-২ শরণখোলা উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর পৃথক আয়োজনে বিজয় দিবস পালন। সা’দত কলেজ কর্তৃক বিজয় দিবস উদযাপন মহান বিজয় দিবসে মোহনগঞ্জ প্রেস ক্লাবের শ্রদ্ধাঞ্জলি লোহাগড়ায় আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ালেন মো. মিজানুর রহমান খোকন চৌধুরী আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ব্রাইড এর পহ্ম থেকে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরন কৃষক বাঁচলে, দেশ বাঁচবে: মাফরুজা সুলতানা লোহাগড়ায় শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত বাগেরহাট জেলা প্রশাসক বরাবর জাতীয় নাগরিক কমিটি শরণখোলার ১৩ দফা দাবি সংবলিত স্বারকলিপি

সা’দত কলেজ কর্তৃক বিজয় দিবস উদযাপন

সা'দত কলেজ প্রতিনিধি টাঙ্গাইল
  • আপলোডের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সরকারি সা’দত কলেজ কর্তৃক “বিজয় দিবস” উদযাপনের আয়োজন করা হয়। সোমবার (১৬ ডিসেম্বর) কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ মনিরুজ্জামান মিয়া (অধ্যক্ষ, সরকারি সা’দত কলেজ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবদুল্যাহ তালুকদার (সম্পাদক, শিক্ষক পরিষদ, সরকারি সা’দত কলেজ) এবং সভাপতিত্ব করেন প্রফেসর মোঃ গোলাম সারওয়ার খান (আহ্বায়ক, মহান বিজয় দিবস উদযাপন কমিটি-২০২৪)। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী, সরকারি সা’দত কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

তিনটি পর্বে বিজয় দিবস উদযাপন করা হয়। প্রথম পর্বে সূর্য উদয়ের সাথে সাথে বিএনসিসি-রোভার স্কাউট এর সমাবেশ, জাতীয় পতাকা উত্তোলন এবং কলেজ প্রশাসন, শিক্ষক-কর্মকর্তা, ছাত্রনেতৃবৃন্দ, শিক্ষার্থী ও কর্মচারীদের পক্ষ থেকে কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরবর্তীতে সকাল ৮.৩০ মিনিটে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দ্বিতীয় পর্বে কলেজ মাঠে একটি প্রীতি ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। যেখানে অংশগ্রহণ করেন শিক্ষক পরিষদ এবং ছাত্রনেতৃবৃন্দ। এ পর্বে বাদ যোহর মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীরযোদ্ধাদের স্মরণে দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। তৃতীয় পর্বে প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। যেখানে প্রথম ম্যাচে রোভার স্কাউট ও বিএনসিসি অংশগ্রহণ করেন। দ্বিতীয় ম্যাচে তৃতীয় শ্রেণীর কর্মচারী ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা অংশগ্রহণ করেন। তৃতীয় ম্যাচে শিক্ষকমণ্ডলী ও স্থানীয় অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন। পরবর্তীতে ছাত্রীদের লক্ষ্যভেদ প্রতিযোগিতা ও শিক্ষিকাবৃন্দের লক্ষ্যভেদ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজনের ফলস্বরূপ পুরস্কার প্রদানের মাধ্যমে বিজয় দিবস উদযাপন সমাপ্ত হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..