শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৫২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ধ’র্ষণ মামলার আসামি নরসিংদীতে আটক মাদারগঞ্জে বাজার মনিটরিং অভিযানে ব্যবসায়ীকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের দুর্নী‌তির দায়ে নগদ অর্থসহ ৩ জনকে আটক করেছে সেনাবা‌হিনী নড়াইলে অতিরিক্ত মদ্যপানে স্কুল ছাত্রীর মৃ’ত্যু হাসপাতালে ভর্তি ১ দুই জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে মৃত্যুর সনদ পত্র দিয়েছে ইউপি চেয়ারম্যান ভালুকায় পৌর বিএনপির দোয়া মাহফিল বাগেরহাট জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে “জাতীয় শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক যুবলীগ নেতা সাইফুল সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ। নরসিংদী সাবেক এমপি মো. সিরাজুল ইসলাম মোল্লা গ্রেপ্তার

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সরকারি সা’দত কলেজ

সরকারি সা'দাত কলেজ প্রতিনিধি।
  • আপলোডের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

 

টাংগাইলের ঐতিহ্যবাহী সরকারি সা’দত কলেজে অনার্স ১ম ও ২য় বর্ষ অভ্যন্তরীণ পরীক্ষায় ১ম, ২য় এবং ৩য় স্থান অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। রবিবার (৬ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মনিরুজ্জামান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর সুলতান আহম্মেদ (উপাধ্যক্ষ, সরকারি সা’দত কলেজ), প্রফেসর মোঃ মুস্তাফিজুর রহমান (সম্পাদক, শিক্ষক পরিষদ, সরকারি সা’দত কলেজ)। স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মোশারফ হোসেন (সদস্য, অনার্স ২য় বর্ষ অভ্যন্তরীণ পরীক্ষা-২০২৩)। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রফেসর মোঃ শফিকুল ইসলাম ভূঁঞা (আহ্বায়ক, অনার্স ১ম বর্ষ অভ্যন্তরীণ পরীক্ষা-২০২৩)। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি সা’দত কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ, বিএনসিসি সদস্যবৃন্দ, রোভার স্কাউট সদস্যবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

অনার্স ১ম বর্ষ অভ্যন্তরীণ পরীক্ষার-২০২৩ এর কৃতি শিক্ষার্থীরা হলেন, বাংলা বিভাগ:
শারমিন আক্তার (১ম), ফাতেমা আক্তার (২য়), মো. আল- আমিন রুবেল(৩য়)। ইংরেজি বিভাগ: সায়মা পারভীন (১ম), সালমা আক্তার(২য়), আলফি শাহরিন মুন্নী (৩য়)। ইতিহাস বিভাগ: মো. রবিউল হাসান (১ম), মো. মোনায়েম সরকার (২য়), নুসরাত জাহান সূচি (৩য়)। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ: সামিয়া আক্তার (১ম), সাবিকুন্নাহার মীম(২য়), সোমাইয়া আক্তার (৩য়)। দর্শন বিভাগ: মীম (১ম), তারেক মিয়া (২য়), সানজিদা ইসলাম মীম (৩য়)। ইসলামী শিক্ষা বিভাগ: মেঘলা আক্তার রিয়া (১ম), তাহমিনা আক্তার নিশাত (২য়), মায়মোনা আনছারী (৩য়)। রাষ্ট্রবিজ্ঞানবিভাগ: সৃষ্টি দাস (১ম), হালিমা আক্তার (২য়), মোছা. মিমজা (৩য়)। সমাজকর্ম বিভাগ: আশা আক্তার (১ম), নুসরাত জাহান সূচি (২য়), ফারজানা আক্তার (৩য়)। অর্থনীতি বিভাগ: শায়লা আক্তার (১ম), কানিজ সুলতানা(২য়), বিনিয়া মীম (৩য়)। মার্কেটিং বিভাগ: মোছা. ছামিরা আক্তার (১ম), সুমাইয়া আক্তার সিমু (২য়), মো. ফেরদৌস মিয়া (৩য়)। ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ: মিনতী (১ম), ইতি আক্তার(২য়), কানিজ ফাতেমা তন্দা (৩য়)। হিসাববিজ্ঞান বিভাগ: সৈয়দা তুলি আক্তার (১ম), মো. মনির হোসেন (২য়), স্বরণী সরকার (৩য়)। ব্যবস্থাপনা বিভাগ: জান্নাতুল মাওয়া (১ম), মীম (২য়), পায়েল আক্তার (৩য়)। পদার্থবিজ্ঞান বিভাগ: মুক্তি আক্তার শান্তা (১ম), নওশীন সাবা স্নেহা(২য়), মো. সোহানুর রহমান(৩য়)। রসায়ন বিভাগ: তায়েবা বৃষ্টি (১ম), তানিয়া আক্তার (২য়), রীপা ইসলাম নীছা (৩য়)। উদ্ভিদবিজ্ঞান বিভাগ: মোছা. মুন্নি খাতুন (১ম), মোছা. আলপনা খাতুন (২য়), প্রিয়াংকা কর্মকার (৩য়)। প্রাণিবিদ্যা বিভাগ: স্নেহা খান(১ম), জান্নাতুল হাবিবা (২য়), সাদিয়া খান জুঁই (৩য়)। গনিত বিভাগ: মৌ আক্তার (১ম), ফাহমিদা আফরিন সোমাইয়া (২য়), বিথী বিশ্বাস(৩য়)।

অনার্স ২য় বর্ষ অভ্যন্তরীণ পরীক্ষার -২০২৩ এর কৃতি শিক্ষার্থীরা হলেন, বাংলা বিভাগ:
শাহরিয়ার শিহাব (১ম), মেহেরুন  নেছা জ্যামি (২য়), সায়মা জেরিন (৩য়)। ইংরেজি বিভাগ: আয়েশা বিনতে মাহবুব (১ম), আফসানা জ্যোতি (২য়), শিমু আক্তার (৩য়)। ইতিহাস বিভাগ: রিফাত জাহান (১ম), মো: রাকিব হাসান (২য়), কুয়াশা পাল (৩য়)। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ: মাসুদা আক্তার মিতু (১ম), অনিতা আক্তার (২য়), সানজিদা সোহানা মীম (৩য়)। দর্শন বিভাগ: কোকিলা আক্তার (কর্ন) (১ম)। ইসলামী শিক্ষা বিভাগ: মাহমুদা খান মুনা (১ম), সুমাইয়া সুলতানা মীম (২য়), সানবীম সুরভী (৩য়)। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ: মোছা. মনিশা পারভীন (১ম), নূপুর (২য়), শিলা আক্তার (৩য়)। সমাজকর্ম বিভাগ: ছোয়া মনি (১ম), আয়শা আক্তার (২য়), রুনা আক্তার (৩য়)। অর্থনীতি বিভাগ: কামরুন্নাহার (১ম), মো: ইমন মিয়া (২য়), নুরুন্নাহার আক্তার (৩য়)। ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ: সাবিনা ইয়াসমিন মিতু (১ম), ফাতেমা তুজ জোহরা প্রত্যাশা (২য়), আমেনা ইসলাম (৩য়)। হিসাববিজ্ঞান বিভাগ: নাহিদা আক্তার নীরা (১ম), মো: ইমরান হোসেন প্রিন্স (২য়), প্রীতম ভট্টাচার্য (৩য়)। ব্যবস্থাপনা বিভাগ: মো: জুনায়েদ আলম (১ম), মোঃ আবু সায়েদ ইমন(২য়), সোমাইয়া আক্তার (৩য়)।পদার্থবিজ্ঞান বিভাগ: প্রমা চক্রবর্তী (১ম)। রসায়ন বিভাগ: আনিকা তাছনিম (১ম), মাহবুবুর রহমান নাঈম (২য়)।উদ্ভিদবিজ্ঞান বিভাগ: হাফিজ ইয়াসমিন (১ম), বৈশাখী আক্তার (২য়), রিপা আক্তার (৩য়)। প্রাণিবিদ্যা বিভাগ:তানিয়া আক্তার (১ম), নুসরাত জাহান আমিনা (২য়), সুমি আক্তার (৩য়)। গনিত বিভাগ: সাদিয়া আক্তার সাথী (১ম), পূণম বসাক(২য়), অনিতা সরকার (৩য়)।

প্রধান অতিথি শুরুতেই উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তার বক্তব্য শুরু করেন। তিনি বলেন, আজকের অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী মানে শিক্ষার্থীদের ভালো ফলাফলের একটা স্বীকৃতি দেওয়া হচ্ছে। যা তাদের আত্মবিশ্বাসকে বাড়াতে সাহায্য করবে। শিক্ষার ক্ষেত্রে নিজের আত্মবিশ্বাসের স্তর বৃদ্ধি করতে হবে। তার জন্য নিজের প্রতি আস্থা ও ইতিবাচক মানসিকতা পোষণ করতে হবে। তবেই সব কিছুতে এগিয়ে যাওয়া সম্ভব বলে মনে করি। একজন শিক্ষার্থীর নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়ানোর ক্ষেত্রে পড়ার কোনো বিকল্প নেই। শিক্ষা গ্রহণের পাশাপাশি তার প্রয়োগ ঘটাতে হবে। সর্বশেষে বলেন, সকলকে একটা শ্লোগান মনে রাখতে হবে- আবু সাইদ,মুগ্ধ শেষ হয় নি যুদ্ধ। আশা করি, আমরা যে যুদ্ধের মধ্যে আছি সেই যুদ্ধে জয় লাভ করে, একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারবো। এই বলে তিনি তার বক্তব্য শেষ করেন।

পরিশেষে উক্ত অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..