বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নড়াইলে চিত্রা নদী থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বাগেরহাট জেলার ফকিরহাটে দাঁড়িয়ে থাকা পিকাপ ভ্যান এর পেছনে ট্রাকের ধাক্কায় নি*হত ১ জোবিঅ সোনারগাঁও এর উদ্যোগে অবৈধ তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ কাজ চলমান । বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কে মোংলা থানার ওসি (তদন্ত) ক্লোজড বাগেরহাটের রামপাল থানা পুলিশের বিশেষ অভিযানে আলী সরদার নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার লোহাগড়ায় বিয়ের ৫ মাস না পেরোতেই দূর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন সাভারে তিনশত পিছ ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেফতার নড়াইলে মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা সাতক্ষীরায় তেলজাতীয় ফসলের উৎপাদন সেরা ৫ জন কৃষকে পুরস্কার বিতরণ এসএসসি) পরীক্ষায় পাসের হারে শীর্ষে রয়েছে যশোর বোর্ড। আর সর্বনিম্ন পাসের হার সিলেট

নানা ষড়যন্ত্র ও চক্রান্তের মধ্যে থেকেও মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষের শান্তিতে রাখতে কাজ করছেন -মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান

রমজান আলী, মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  শনিবার নানা ষড়যন্ত্র ও চক্রান্তের মধ্যে থেকেও  মাননীয় প্রধান মন্ত্রী দেশের মানুষের শান্তিতে রাখতে কাজ করছেন। যারা সল্প আয়ের মানুষ, প্রান্তিক জনগোষ্ঠি রয়েছে তাদের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর গোশত বিক্রি করা হচ্ছে। এটি প্রথমে রাজধানী ঢাকাতে শুরু হয়েছে। পর্যায়ক্রমে জেলা-উপজেলাতে বাস্তবায়ন করা হবে। তারই অংশ হিসেবে আজ মধুখালীর সল্প আয়ের মানুষ, প্রান্তিক জনগোষ্ঠির জন্য সপ্তাহব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করা হলো। তিনি আরও বলেন, মৎস্য ও প্রাণীজ সম্পদকে প্রসারিত করার লক্ষ্যে সরকার কাজ করছে। আজ শনিবার বেলা ১১ টায় মধুখালী বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন মার্কেটের সামনে প্রধানমন্ত্রীর উপহার প্রাণীজ-আমিষ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রানি সম্পদ দপ্তরের বাস্তবায়নে এ কার্যক্রমের উদ্বোধন কালে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমানএম.পি উপরোক্ত কথাগুলো বলেন।
ডেইরি এ্যাসোসিয়েশন, পোল্ট্রি এ্যসোসিয়েশন ও মাংশ ভ্যবসায়ী সমিতি মধুখালী শাখার সহযোগিতায় কার্যক্রম উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.সঞ্জীব কুমার বিশ্বাস, মধুখালী উপজেলা চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকু, উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুদেব কুমার দাস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মিরাজ হোসেন সহ উপজেলা আওয়াওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..