শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৯:২২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নরসিংদীর শিবপুরে ১২ বছরের ছাত্রীকে ধর্ষণকারীকে আসামি গ্রেফতার করেছেন র‍্যাব আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৫ গ্যাস সংকটে বন্ধ হয়ে গেল সিইউএফএল পিরোজপুর ঘুমের ঔষধ খাইয়ে পুত্রবধুকে ধর্ষণ করল শ্বশুর লোহাগড়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে খাবার পানি ও শিক্ষা উপকরণ বিতরন এসএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ নিষেধ কলেজ ছাত্রীকে ধর্ষণ করে হত্যা,দেখে ফেলায়,নানা-নানী জনকে কুপিয়ে জখম বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও নোয়াখালী-২ আসনের সাবেক এমপি মোরশেদ আলমকে গ্রেপ্তার রায়পরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে নিহতের জেরে বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগ লোহাগড়ায় নাশকতার মামলার আসামি আওয়ামীলীগের সেক্রেটারি খোকন চৌধুরী গ্রেফতার

সালাহ উদ্দিন আহমেদ (সিআইপি) নৌকার মনোনয়ন পাওয়ায় এলাকায় জুড়ে চলছে আনন্দের উৎসব! 

মোরশেদ আলম, চকরিয়া(কক্সবাজার) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
কক্সবাজার -১ (চকরিয়া-পেকুয়া) আসনে সালাহ উদ্দিন আহমদ (সিআইপি) আওয়ামী লীগের মনোনয়ন লাভ করায়  এলাকায় জুড়ে চলছে আনন্দের উৎসব। চকরিয়া-পেকুয়া উপজেলার ২৫টি ইউনিয়ন ও একটি পৌর এলাকায় নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। বিভিন্ন এলাকায় খন্ড খন্ড মিছিল বের করে নৌকার সমর্থনে। তারা নৌকা প্রতীককে বিজয় করার আহবান জানান।
রোববার (২৬ নভেম্বর) বিকাল ৫টার দিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সালাহউদ্দিন আহমদ সিআইপির মনোনয়ন ঘোষণার পরপরই উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দে মেতে ওঠেন।
এদিকে (শুক্রবার) দুপুরে নিজ গ্রামে  তার মা-বাবা কবর জিয়ারত করেন ও সালাহ উদ্দিন আহমদ সিআইপি’র জন্য দোয়া কামনা করেন এবং এলাকায়বাসী তাকে সংবর্ধনা জানান।
জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে ইতোমধ্যে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ১৮ জন প্রাথী। এর মধ্যে সালাহ উদ্দিন সিআইপিকে নৌকা মনোনয়ন দেন।
এদিকে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নৌকার টিকেট নিয়ে আসলেন সালাহ উদ্দিন আহমদ সিআইপি। যার সততা, ক্লিন ইমেইজ ও সাংগঠনিক দক্ষতায় এ আসনে তাকে মনোনয়ন দিয়েছেন দলের । অন্য দিকে  সাবেক এমপি জাফর আলম এর নেতৃত্বে সন্ত্রাস, চাঁদাবাজ ও লুট-পাটসহ জায়গাদখল করে অটল সম্পদের মালিক হয়ে গেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।এদিকে সালাহ উদ্দিন আহমেদ (সিআইপি) বলেন – মানুষ এখন নিশ্চিত আর কোন দখলবাজ এর জায়গা এই চকরিয়া -পেকুয়ার মাটিতে হবে না   এমনকি সন্ত্রাসী, চাদাবাজি সহ সকল অপকর্মের বন্ধের ঘোষণা দেন তিনি। একজন দক্ষ সংগঠক হিসেব পরিচিতি লাভ করেন সালাহ উদ্দিন আহমদ সিআইপি। দীর্ঘদিন ধরে সালাহ উদ্দিন আহমদ সিআইপি চকরিয়া-পেকুয়া উপজেলার মাঠে ময়দানে কাজ করে দলকে এগিয়ে নিয়ে গেছেন।
সালাহউদ্দিন আহমদ সিআইপি চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বাসিন্দা। ইতোপূর্বে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যুগ্ম আহবায়ক পদে প্রায় ১৩ বছর দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৬ সালে সপ্তম, ২০০১ সালে অষ্টম ও ২০০৯ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে টানা তিনবার চকরিয়া-পেকুয়া আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন। এই তিনটি নির্বাচনে সালাহউদ্দিন সিআইপি অল্প ভোটের ব্যবধানে হেরে গেলেও সেই থেকে অদ্যবদি নির্বাচনী এলাকার জনসাধারণ এবং আওয়ামী লীগের নেতাকর্মীর সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করেছেন। পাশাপাশি তিনি আওয়ামী লীগের দলীয় বিভিন্ন কর্মসুচিতে সরব উপস্থিতি থাকতেন।
এদিকে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ায় দলের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..