 
																
								
                                    
									
                                 
							
							 
                    চট্টগ্রামের আনোয়ারার রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানির লিমিটেডে (সিইউএফএল) সার উৎপাদন শুরু হয়েছে। রোববার ভোর ৪টা থেকে দীর্ঘ ১১ মাস ২০ দিন পর কারখানাটিতে উৎপাদন শুরু হয়।গ্যাস সংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে কারখানাটির উৎপাদন বন্ধ ছিল। এতে কারখানাটি এক বছরে প্রায় ১০৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন, গ্যাস সংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে কারখানায় ইউরিয়া উৎপাদন প্রায় এক বছর বন্ধ ছিল। গত মাস থেকে গ্যাস পাওয়ার পর প্লান্টের কাজ সফলভাবে শেষ হয়। পরে কারখানায় আজ রবিবার রাত ৪টা থেকে ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। কারখানা দীর্ঘ এক বছর বন্ধ থাকায় প্রায় ১০৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে।