বুধবার, ০৮ মে ২০২৪, ১১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় হজ্ব গমনে ইচ্ছুক হাজীদের সংবর্ধনা ও শুভেচ্ছা উপহার বিতরণ  কক্সবাজার জেলায় ১০ম বারের মতো শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারি অফিসার মহসিন ও শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী সোলায়মান লোহাগড়ায় নবগঙ্গা ডিগ্রী কলেজের দূর্নীতিবাজ সভাপতি রাশিদুল বাশার ডলারের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল লোহাগড়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মুন্সী নজরুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত  মিল্টন ব্লেড-ছুরি দিয়ে নিজেই অপারেশন করতেন, তথ্য জানালো ডিবি মধুখালিতে দুই ভাইকে পিটিয়ে হত্যা বিএনপির দন্তত কমিটির বিচার দাবি লোহাগড়া উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ  লোহাগড়ায় বিএনপির উদ্যোগে সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি- স্যালাইন ও বিস্কুট বিতরণ চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি শিক্ষার্থীবান্ধব হবে কবে? ঈদগাঁও উপজেলার নির্বাচনে সুবিধাজনক স্থানে আবু তালেব, লড়ে যাবেন সেলিম আকবর এবং শামশু।

গাজীপুরে টঙ্গীতে আন্তঃজেলার ৬ ডাকাত  সদস্য  গ্রেপ্তার  

নুরে আলম গাজীপুর
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মাননীয় পুলিশ কমিশনার   বি পি এম. পি পি এম বার দিকনির্দেশনায় অপরাধ দক্ষিণের উপ পুলিশ কমিশনার জনাব  মাহবুব উজ জামান পিপিএম  বার  তত্ত্বাবধানে   টঙ্গী পশ্চিম থানা একটি টিম টঙ্গী  জিএমপি গাজীপুরের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাত  দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে গ্রেফতারের সময় তাদের হেফাজত হইতে ডাকাতির সময় ব্যবহৃত একটি অস্ত্র একটি কাঁচি ও মোবাইল ফোন iphone ফোন তিনটি   বাটন  ফোন নগদ ৪৭ হাজার টাকা উদ্ধার করা হয় ডাকাত  সময় অস্ত্র বহনকারী একটি ব্যাগ উদ্ধার করা হয় উল্লেখ্য যে গত রাত  দুইটা ঘটিকার সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী পশ্চিম থানা গাজীপুরা এলাকায় সের্টান  গার্মেন্টস এর সামনে রাস্তায় অজ্ঞতা নামে সাঁতার জন আন্তর্জলা ডাকাত দলের সক্রিয় সদস্য অস্ত্রে ভয় দেখিয়ে জনগণ আতঙ্ক সৃষ্টি করে একটি কালো রঙ্গের  গাড়ির সামনের গ্লাস ও সাইডে গ্লাস ভাঙচুর করে যাত্রী কাছে  থাকা দুইজন এবং ডাইভারকে দেশীয় অস্ত্রের মাধ্যমে গুরুত্বপূর্ণ আঘাতের ভয় দেখিয়ে   তাদের ব্যবহৃত পাঁচটি মোবাইল নগদ ৯৬ হাজার টাকা  ছিনিয়ে নেয়। পরে একটি মামলা করা হয় । অত্র মামলা হওয়ার পর পশ্চিম থানার একটি চৌকস টিম সহকারী  পুলিশ কমিশনার জনাব মেহেদী হাসান দিপু নেতৃত্বে  সিসি  ফুটেজ, ও গোয়েন্দা তথ্য তথ্যপ্রযুক্তি সহযোগিতায় সরাসরি জড়িত ডাকাতদের সনাক্ত করিয়া গেপ্তারব লক্ষ্যে অভিযান অব্যাহত থাকে সেই  ভিডিও ফুটেজ দেখে প্রথম একজন কে  গ্রেফতার করা হয় পরবর্তীতে  তার দেওয়া তথ্য মোতাবেক আরো পাঁচজনকে গাছা থানা তালগাছ এলাকা হইতে  গ্রেফতার করা হয় পরে টঙ্গী পশ্চিম থানার  মামলা রুজু করা হয় মামলার নং ২২ ধারা ৩৯৫/৩৯৭ তারিখ ২৩-৮-২০২৩

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..