বুধবার, ১৫ মে ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জোবিঅ সোনারগাঁও এর উদ্যোগে অবৈধ তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ কাজ চলমান । বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কে মোংলা থানার ওসি (তদন্ত) ক্লোজড বাগেরহাটের রামপাল থানা পুলিশের বিশেষ অভিযানে আলী সরদার নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার লোহাগড়ায় বিয়ের ৫ মাস না পেরোতেই দূর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন সাভারে তিনশত পিছ ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেফতার নড়াইলে মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা সাতক্ষীরায় তেলজাতীয় ফসলের উৎপাদন সেরা ৫ জন কৃষকে পুরস্কার বিতরণ এসএসসি) পরীক্ষায় পাসের হারে শীর্ষে রয়েছে যশোর বোর্ড। আর সর্বনিম্ন পাসের হার সিলেট লোহাগড়ায় শোক আর শ্রদ্ধায় সাবেক চেয়ারম্যানের চির বিদায়  সাতক্ষীরা জেলায় নির্ধারিত সময়ে আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহের উদ্বোধন

শেরপুরে উপজেলা পরিষদের মতবিনিময় সভা বয়কট করেন গণমাধ্যম কর্মিরা

মো: জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
 শেরপুর সদর উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা বয়কট করেছেন জেলায় কর্মরত সাংবাদিকরা। ৭ আগষ্ট সোমবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় সাংবাদিকরা ওই সভা বয়কট করেন।
এসময় উপস্থিত সাংবাদিকরা বলেন, সদর উপজেলা প্রশাসনের আয়োজনে নবাগত জেলা প্রশাসক আবদুল্লাহ আল খাইরুম এর সাথে মতবিনিময় সভায় সাংবাদিকদের চিঠির মাধ্যমে দাওয়াত দেয়া হয়। সেই দাওয়াত পত্রে অনুষ্ঠানের সময় দেয়া হয় সকাল ১০ টা। কিন্তু সাংবাদিক সহ অন্যান্যদের প্রায় পৌনে দুই ঘন্টা বসিয়ে রেখে অনুষ্ঠান শুরু করা হয়। এছাড়াও সাংবাদিকদের বসার জন্য নির্ধারিত কোন চেয়ার না রাখায় সাংবাদিকরা সকল অংশগ্রহণকারীর পিছনে বসতে হয়।
এতে তাদের পেশাগত দায়িত্ব পালনে সমস্যা হয়। এছাড়াও শেরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল সহ উপস্থিত সাংবাদিকদের সাথে কোন মতবিনিময় করা হয়নি এবং কাউকে বক্তব্য দেয়ার সুযোগ দেয়া হয়নি। এতে সাংবাদিকরা অনুষ্ঠান বয়কট করেন।
এ ব্যাপারে শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল বলেন, শেরপুর সদর উপজেলা ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই উপজেলায় নানা ধরনের সমস্যা আমাদের চোখে বিদ্যমান। আমরা আশা করেছিলাম এই সমস্যাগুলো আজকের অনুষ্ঠানের মাধ্যমে জেলা প্রশাসক কে জানানো হবে। কিন্তু বক্তব্য দেয়ার সুযোগ না দেয়ায় তা সম্ভব হয়নি। এছাড়াও প্রোগ্রামে ডেকে নিয়ে সাংবাদিকদের জন্য বসার জায়গার ব্যবস্থা না করা এবং তাদের সম্মান না দেখানো পেশাগত দায়িত্বের উপর অসম্মান। তাই আমরা অনুষ্ঠান বয়কট করেছি।
এ ব্যাপারে শেরপুর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার বলেন, সাংবাদিকদের চিঠি দিয়ে ডেকে নিয়ে অসম্মান করা কোনভাবে যুক্তিসঙ্গত নয়। আমরা এ ব্যাপারে জেলা প্রশাসকের সাথে আলোচনা করবো।
তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌস বলেন, সাংবাদিকদের সাথে এর আগে জেলা প্রশাসক মহোদয়ের মতবিনিময় হয়েছে। এর জন্যই তাদের বক্তব্যের কোনও  সুযোগ দেওয়া হয়নি। তারা যখন অনুষ্ঠান বয়কট করেন তখন তাদেরকে অনুষ্ঠানে ফেরাতে অনুরোধ করা হয়েছে কিন্তু তারা ফিরে আসেনি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..