রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৯:০০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কচাকাটায় আদর্শ শিক্ষক ফেডারেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মসজিদের দোতলা থেকে রক্তাক্ত অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছেলের গলায় ছুরি ধরে গৃহবধূকে (২৮) সংঘবদ্ধ ধর্ষণের সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদা মারা গেছেন।  বর্ষপূর্তি বছর পূর্ণ হলেও জুলাই শহীদরা এখনও সম্মাননা পায়নি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সা’দত কলেজ  নেত্রকোণায় বিএনপি নেতার গুদামে সরকারি চাল, বিশেষ ক্ষমতা আইনে মামলা ধর্মপাশায় বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ, পুলিশ কনস্টেবল গ্রেফতার। প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছরে রাজি দিয়ে বিএনপি, আকাশসীমা বন্ধ করল মধ্যপ্রাচ্যের ৪ দেশ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল ঘোষণা

কচাকাটায় আদর্শ শিক্ষক ফেডারেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মোঃ ফরিদুল ইসলাম প্রতিনিধি নাগেশ্বরী উপজেলা।
  • আপলোডের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫

নাগেশ্বরী উপজেলা কাচাকাটা থানা আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোঃ মাইনুল ইসলাম ,সহকারী অধ্যাপক গোলেরহাট ফাজিল বি,এ মাদ্রাসা তার নেতৃত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মাওলানা মোঃ এনামুল হক ,আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা থানা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ খাইরুজ্জামান, সাবেক আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা থানা শাখা। মত বিনিময় সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বর্তমান পরিস্থিতিতে কিভাবে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ছাত্র-ছাত্রীদের যুগ উপযোগী পাঠদান করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ পড়াশোনার বিভিন্ন দিক তুলে ধরেন, যেভাবে পাঠদান করলে একজন ছাত্র-ছাত্রী আগামীতে একজন আদর্শ নাগরিক হিসেবে পরিচয় দিতে পারে এবং আগামীতে যেন এরাই দেশ পরিচালনা করতে পারে। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলতে পারে আমরা বাঙালি মায়ের সন্তান আমরা বাঙালি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ । এ কথাটি মাথায় রেখে আমাদেরকে চলতে হবে। যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের এই দেশ তথা জাতিকে উন্নত থেকে আরও উন্নতি শিওরে পৌঁছে দিতে পারে।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, জনাব মোঃ আশরাফুল আলম বিএসসি, তিনি উপস্থিত শিক্ষকদের বলেন, আমাদের এই বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে পরিণত করতে গেলে আমাদের সকল শিক্ষকদের আদর্শবান হয়ে নিয়মিত প্রতিষ্ঠানে পাঠদানের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মান বাড়াতে হবে। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..