মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ১১৪ জনের মরদেহ উত্তোলনের নির্দেশ স্বামী কে বেঁধে রেখে তার সামনে স্ত্রীকে গণধর্ষণ আটক -৫ লোহাগড়ায় যুবকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবী হত্যাকান্ড ৫০ লাখ টাকা চাঁদাবাজি : পলাতক ছাত্রনেতা জানে আলম অপু গ্রেপ্তার লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত ডিসেম্বরে মধ্যে নির্বাচন হলে খালেদা জিয়া অংশ নেবেন: আবদুল আউয়াল মিন্টু সুনামগঞ্জ ১ আসনের বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জনসভা করেন,আলহাজ্ব আনিসুল হক ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, মাঠেই চলছে শিশুদের ক্লাস লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলমের আদালতে আত্মসমর্পণ, জেল-হাজতে প্রেরণ ১০২ জন এসি ল্যান্ডকে প্রত্যাহার

নড়াইল- ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার সাথে অস্ট্রেলিয়া আওয়ামী লীগ শাখার সাংগঠনিক সম্পাদক সৈয়দ শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ।

জাহিদুল হক রনিঃ
  • আপলোডের সময় : রবিবার, ২১ মে, ২০২৩

নড়াইল-২ আসনের মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ি  সৈয়দ শফিকুর রহমান রোমেল।

আজ রবিবার দুপুর দুইটার সময় নড়াইল-২ আসনের মাননীয় সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার মিরপুরের কার্যালয়ে সৈয়দ শফিকুর রহমান রোমেল দলীয় নেতা-কর্মী নিয়ে সৌজন্য সাক্ষাৎ করতে যান। সাক্ষাৎ কালে পারস্পরিক সম্পর্ক, স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং উভয় নেতাই তাদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে কথা বলেন।
এ সময় সংসদ সদস্য প্রবাসী আওয়ামী লীগের এই নেতাকে বলেন, এলাকার উন্নয়নে প্রবাসীদের এগিয়ে আসতে হবে, রেমিট্যান্স বৃদ্ধিতে আরো সক্রিয় ভূমিকা
রাখার আহবান জানান। জবাবে, অস্ট্রেলিয়া আওয়ামী লীগ নেতা সৈয়দ শফিকুর রহমান রোমেল বর্তমান সাংসদের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন এবং এলাকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে, মাশরাফি বিন মুর্তজার পাশে থাকার আশা ব্যক্ত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, মোঃ সাজ্জাদ হোসেন সাবেক সহসভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, হুসাইন আহম্মেদ সোহান, সাবেক ভিপি ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, মোঃ আহাদুজ্জামান সোহাগ, সাবেক সিনিয়র সহ-সভাপতি, নড়াইল জেলা ছাত্রলীগ, বিশিষ্ট ব্যবসায়ী, সৈয়দ নাদিম রহমান প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..