নাটোরের সিংড়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক ভূমিহীন-গৃহহীন পরবিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২২শে মার্চ) সকাল ১০ ঘটিকায় উপজেলা হলরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ন্যায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে অত্র উপজেলায় ৩৪৪ ভূমিহীন ও গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন। এছাড়াও ১৬০টি ঘরের কাজ চলমান রয়েছে বলে জানা যায়।
ইতিপূর্বে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে আরো ১ হাজার ২৯০ পরিবারের মাঝে জমির দলিলসহ বাড়ির চাবি হস্তান্তর করা হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আকতার এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জনাব আল ইমরান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন হোসেন,বীর মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব শাহজাহান আলী প্রমুখ।
এই ক্যাটাগরীর আরো খবর..