বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপির) উদ্যোগে নড়াইলে লোহাগড়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) রাত ৮ টায় লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা চৌরাস্তায় দ্যা কাচ্চি ভাই রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এনপিপি লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ বদিয়ার রহমান মোল্লার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ২০১৮ সালের ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল -২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডক্টর এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ।
লোহাগড়া উপজেলা এনপিপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান লোটাসের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান, নড়াইল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা সালেহা বেগম, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুসা মোল্লা, বিএনপি নেতা ইকলাস মোল্লা, এনপিপির কেন্দ্রীয় নেতা কাজী শওকত আলী, লোহাগড়া উপজেলা এনপিপির প্রচার সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া সহ প্রমুখ।
মতবিনিময় সভায় ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই সন্নিকটে, নড়াইল -২ আসনে এখনও কাউকে বিএনপির পক্ষ থেকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয় নাই। তাই কোন প্রকার গুজবে কান না দিয়ে তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে সকলকে।
মনে রাখবেন ধানের শীষ জিতলে জিতবে বিএনপি। আর বিএনপি জিতলে প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান। তাই সকলে মিলে মিশে ধানের শীষের পক্ষে গণসংযোগ করতে হবে। নড়াইল -২ আসনে দল যাকে মনোনয়ন দিবেন তার পক্ষে আমাদের কাজ করতে হবে।