শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১১:১৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত নড়াইলের লোহাগড়ায় এনপিপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলা পৌরসভার বর্জ্য অপসারণে জিজেইউএসের পক্ষ থেকে নতুন ট্রাক উপহার।। মদনে অভিযোজন বিষয়ক সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত গাজীপুরের কালীগঞ্জে বিএনপির পথসভা ও বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত ভোলায় ছয়বারের এমপি মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদকে জেলা যুবদলের শুভেচ্ছা আইডিয়াল স্কলারস ফোরামের উদ্যোগে মেধা মূল্যায়ন পরীক্ষা ২০২৪-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত শেখ হাসিনার রায় নিয়ে আতঙ্ক বিরাজ করছে: ফখরুল নতুন পোশাকে মাঠে ডিএমপি পুলিশ

মদনে অভিযোজন বিষয়ক সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত

মদন (নেত্রকোনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

কৃষিপ্রতিবেশবিদ্যা ও স্থানীয় নেতৃত্বে অভিযোজন শীর্ষক সাংবাদিক কর্মশালা
বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বারসিক দাতা সংস্থা অক্সফামের সহযোগিতায়“ কৃষিপ্রতিবেশবিদ্যা স্থানীয় নেতৃত্বে অভিযোজন শীর্ষক সাংবাদিক কর্মশালা আয়োজন করা হয়। কর্মশালায় মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরি, কলমাকান্দা, দূর্গাপুর, আটপাড়া উপজেলার ২০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমান। কর্মশালায় প্রশিক্ষকের ভূমিকা পালন করেন সহযোগি সমন্বয়কারী শংকর ম্রং ।
প্রথমেই কর্মশালার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন সহযোগি সমন্বয়কারী শংকর ম্রং। সভাপতি ছিলেন মদন উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জনাব শামছুল আলম ভূইয়া। আলোচনায় আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমান কৃষিপ্রতিবেশবিদ্যা, জলবায়ু ন্যায্যতা, জলবায়ু পরিবর্তন,হাওর প্রতিবেশ,হাওরের দুর্যোগ,বিপদ,আপদ,হাওরের অভিযোজন কৌশল, খাদ্য সার্বভৌমত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সাংবাদিকগণ দলীয় কাজের মাধ্যমে হাওরের লিখিত সমস্যগুলো তুলে ধরেন:

এসময় উপস্থিত ছিলেন,মদন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর রিয়াজ উদ্দীন(ইদ্দিস মাস্টার),মদন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল, সাবেক সাধারণ সম্পাদক পরিতোষ দাস,সাবেক সাধারণ সাধারণ সম্পাদক সাকের খান, তোফাজ্জল হোসেন, সাংবাদিক বাবুল,মোতাহার হোসেন লিটন,আলী উসমান, আঙ্গুর রহমান ভূইয়া,, মোহাম্মদ জরিপ, সাংবাদিক আলী আজগর পনির, মোহন মিয়া, আব্দুল খাইয়ুম, ইমরান, প্রমুখ।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী সমন্বয়কারী শংকর ম্রং, আরো উপস্থিত ছিলেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমান আগাম বন্যা,ফসলরক্ষা বাঁধ ভেঙ্গে ফসলের ক্ষতি,স্থানীয় বীজের অভাব ,বর্ষাকালে সবজীর জন্য বাজার নির্ভরশীল,গোচারণ ভূমি নেই,ঘনকুয়াশায় ফসলের ক্ষতি,ঢেউয়ে বসতভীটার ক্ষতি,ঠান্ডায় ফসলের ক্ষতি হয়,ফসলের রোগবালাই বেশী,গরম ও তাপদাহে ফসলের ক্ষতি,হাওরে মাছ কমে গেছে,বসতভীটায় স্থান কম ,ফসলে পোকার আক্রমণ বেশী,ক্ষেতে রাসায়নিক সার ও বিষের অবাধ ব্যবহার ,সেচের পানির সংকট ,বসতভিটা ডুবে গাছপালা ও সবজি ফসল নষ্ট হয়ে যায়,জ¦ালানীর সংকট,যোগাযোগে সমস্যা,পানি সহনশীল ছাড়া অন্যান্য গাছ মারা যায়,বিষ দিয়ে, পানি সেচ করে এবং চায়না দুয়ারী জাল দিয়ে হাওরের মাছ ও জলাজ প্রাণী ধ্বংস করা,অতিবৃষ্টিসহ নানান সংকট, জলবায়ুগত পরিবর্তনের কারণে এই সংকট আরো বড় হয়ে দেখা দিয়েছে কৃষকের কাছে।
সাংবাদিক দল ৪ টি বিভক্ত হয়ে দলীয় কাজের মাধ্যমে হাওর সমস্যাগুলোর সমাধানে জন্য অনেক অভিযোজন কৌশল বর্ননা করেন:
বসতভীটার চারপাশে হিজল, করচ, ভিন্না, মুর্তা, উজাওড়ি রোপন,বন্যা থেকে রক্ষায় বসতভীটা উঁচুকরণ,টাওয়ার পদ্ধতিতে সবজী চাষ,ভাসমান সবজী চাষ, বস্তায় সবজী চাষ,ঝুলন্ত সবজী চাষ,মাঁচা পদ্ধতিতে পানির উপর সবজী চাষ, আগাম ধান জাত সংগ্রহ চাষ জ্বালানি সংকট মোকাবেলায় জ্বালানি সংগ্রহ করে রাখা,বর্ষাকালের জন্য শুটকী ও হিদল সংরক্ষণ করা ,বড়ই,তেঁতুল,জলপাই প্রক্রিয়াজাত করে রাখা,পানি নির্ভর কৃষি হাঁস চাষ,ফসলের রোগবালাইয়ের জন্য জৈববালাইনাশক তৈরী করে ব্যবহার ,স্থানান্তর পদ্ধতিতে চারার বীজতলা তৈরী করে,উঁচু মাঁচার ঘর,দুর্যোগের আগেই প্রস্তুতি গ্রহন , বর্ষাকালে বাড়ির উঠানে বীজতলা তৈরী,স্থানান্তরিত চুলা ব্যবহার করা হয়,উগার পদ্ধতিতে খড় সংরক্ষণ করাসহ নানা লোকজ প্রযুক্তি ব্যবহার করার কথা তুলে আনেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাঠ সহায়ক আব্দুর রব।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..