বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
এইচএসসিতে লোহাগড়া উপজেলায় সেরা নবগঙ্গা ডিগ্রী কলেজ বঙ্গবন্ধুর সমাধিতে শেখ সেলিম এমপির শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা -১৯ আসনে নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন সাইফুল ইসলাম  খুলনা ইয়াবা ট্যাবলেট এবং গাঁজাসহ ০২ (দুই) জন মাদক কারবারি গ্রেফতারঃ     সিংড়ায় প্রতিমন্ত্রী পলকের মনোনয়নপত্র সংগ্রহ   ভূমিমন্ত্রীকে মনোনয়ন দেওয়ায় আনন্দ মিছিল করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ। ২৯৮ আসনে আ.লীগের প্রার্থী তালিকা ঢাকা আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন যারা কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের জন্মদিন উপলক্ষে চট্টগ্রামে দোয়া মাহফিল ও খাবার বিতরণ। কারার ঐ লৌহ কপাট বিকৃত করার প্রতিবাদে বোচাগঞ্জে নজরুল ভক্তদের মানব বন্ধন

টিএসপি’র সিবিএ নির্বাচনে বিপুল ভোটে জয়ী তৌহিদ-বেলাল পরিষদ।

মোঃআসিফুল ইসলাম সানি,বিশেষ প্রতিনিধি,চট্টগ্রামঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩

টিএসপি শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে তৌহিদ-বেলাল পরিষদ। ২৩ পদের মধ্যে ২১ পদে জয়লাভ করে শ্রমিক প্রিয় এই সংগঠনটি। এরমধ্যে সভাপতি পদে আবু তৌহিদ খান দেওয়াল ঘড়ি মার্কায় ভোট পেয়েছেন ১৯৫টি আর সাধারণ সম্পাদক পদে শহিদুল ইসলাম বেলাল ফুটবল মার্কায় ভোট পান ২১৯টি। বিপরীতে প্রতিদ্বন্দ্বী খালেদ-জহির পরিষদের সভাপতি পদে আব্দুল খালেদ আজাদ গোলাপফুল প্রতিকে ভোট পেয়েছেন ১৮৭ টি এবং সম্পাদক পদে জহির শাহ্ হারিকেন প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ১৮৯টি। গত ১২ ফেব্রুয়ারি দিন ব্যাপী ভোট কার্যক্রম সম্পন্ হলেও ভোট গণণা শেষ হয় ১৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৬টায়।বিষয়টি নিশ্চিত করেছেন বিজয়ী প্রার্থী তৌহিদ-বেলাল পরিষদের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বেলাল। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে ভোট কার্যক্রম শেষ হয়েছে। তৌহিদ-বেলাল পরিষদ বিপুল ভোটে জয়ী হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, আমরা টিএসপির শ্রমিক-কর্মচারীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করেছি বলেই তারা ভালোবেসে আমাদের আবারও নির্বাচিত করেছেন।নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে সাইফুদ্দিন সুমন (টেবিল মার্কা) ২৩২ ভোট, অর্থ সম্পাদক পদে নাছির উদ্দিন (মই মার্কা) ২০৬ ভোট, কার্যকরী সভাপতি পদে মো. মাশরুল আলম (ছাতা মার্কা) ২০৮ ভোট, উর্ধ্বতন সভাপতি পদে শাকিলুর রহমান (হাতি মার্কা) ২১৪ ভোট, সহ-সভাপতি-১ পদে আজাহারুল ইসলাম (বৈদ্যুতিক পাখা মার্কা) ১৯৯ ভোট, সহ-সভাপতি-২ পদে আহসান উল্লা ( সাইকেল মার্কা) ১৮৯ ভোট, সহ-সভাপতি-৩ পদে শহীদুল ইসলাম (চাকা মার্কা) ২১২ ভোট, সহ-সভাপতি-৪ পদে মো. দেলোয়ার হোসেন ( কাপ-পিরিচ মার্কা) ১৮৯ ভোট, যুগ্ম সম্পাদক -১ পদে নাজিউল হক (কবুতর মার্কা) ২১৯ ভোট, যুগ্ম সম্পাদক -২ পদে মো. সফিউল আজম ( কাঁঠাল মার্কা) ১৯৯ ভোট, যুগ্ম সম্পাদক -৩ পদে মো. মফিজুল ইসলাম (খেজুর গাছ মার্কা) ২০১ ভোট, দপ্তর সম্পাদক পদে রুপম কান্তি মহাজন ( আলমারি মার্কা) ২৩৩ ভোট, ক্রীড়া সম্পাদক পদে মামদুদুর রহমান জিম ( ক্রিকেট ব্যাট) ২১০ ভোট, প্রচার সম্পাদক পদে শাহ্ এমরান ( মাইক মার্কা) ২০৬ ভোট, আইন ও দর কষাকষি সম্পাদক পদে আব্দুল হাসিম ( কলস মার্কা) ২১১ ভোট, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক (একতারা মার্কা) ২২৭ ভোট, শিক্ষা ও গবেষণা সম্পাদক হারুন অর রশীদ (বই মার্কা) ২০৫, সমাজ কল্যাণ সম্পাদক আনোয়ার হোসেন (টিউবওয়েল মার্কা) ২১১ ভোট এবং যুব বিষয়ক সম্পাদক মো. কবির হোসেন ( গরুর গাড়ি মার্কা) ১৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..