মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
আনন্দঘন জমকালো আয়োজনে ভোলা জেলা ছাত্র কল্যাণ এর ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন গাজী জসীম উদ্দিন। সিংড়ায় ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবক গ্রেপ্তার সাংবাদিকদের সম্মানে রায়পুরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল রাজধানীর সাত কলেজের জন্য পৃথক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা: ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কোপানো সেই যুবদল নেতা বহিস্কার শহীদ সাগর ও শহীদ রাব্বির আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর: নামকরণের প্রত্যাশায় শিক্ষার্থীরা। জামায়াতে ইসলামীর “কর্মী শিক্ষা শিবির” অনুষ্ঠিত।

বাহুবল স্নানঘাট ক্লিনিকের সেবা নেওয়ার জন্য যাওয়ার একমাত্র রাস্তা ঝুকিপূর্ণ বাঁশের সাঁকো! 

জাহাঙ্গীর মিয়া, বাহুবল প্রতিনিধি, হবিগঞ্জঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
 হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের প্রায় ৩০-৩৫ হাজার জনগণ সরকারের স্বাস্থ্যসেবা নিতে হয় ঝুকিপূর্ণ বাঁশের সাঁকো পারাপার হয়ে।
প্রায় তিন বছর পূর্বে নির্মাণ করা হয় স্নানঘাট কমিউনিটি ক্লিনিক। ক্লিনিকটি স্নানঘাট ইউনিয়ন পরিষদ এবং স্নানঘাট বাজারের পাশে, পুটিজুরী-স্নানঘাট সড়কের উত্তর পাশে একটা খালের পাশে অবস্থিত।
সরেজমিনে দেখা যায়, ঝুকিপূর্ণ দুই বাঁশের উপর ভর করে ক্লিনিক যেতে হয়। স্থানীয়দের তথ্য মতে জানা যায়, ক্লিনিক নির্মাণের তিন বছর অতিবাহিত হবার পরেও ক্লিনিকের সংযোগ সড়ক এখনো করা হয়নি! এ নিয়ে স্থানীয় জনগণ ক্ষোভ প্রকাশ করছেন।
ক্লিনিকে সেবা নিতে আসা আয়মনা বিবি জানান, আমরা তিন বছর অনেক কষ্ট করে ক্লিনিকে গিয়ে ঔষধপাতি আনি। তিনি ক্ষোব প্রকাশ করে জানান, তিন বছরে আমরার এলাকার অনেকই বাচ্চা নিয়ে হাকাম থেকে খালে পরছে! আহত ও হইছে! হাকাম আমরা অনেকেই পার হইতাম পারি না,যারা পারে তারা ও অনেক ঝুকি নিয়ে ক্লিনিকে যায়।
আয়মনা জানান, গর্ভবতী মহিলারা অনেক কষ্ট করে হাকাম পার হয়। তিনি সেই সময় একটা নতুন ব্রিজের দাবী জানান।
স্নানঘাট ইউনিয়ন সেন্টারের উদ্যোক্তা মনির খান জানান, আমাদের ইউনিয়ন মানুষ লক্কর চক্কর বাঁশের  সাঁকো পার হয়ে ক্লিনিকের সেবা নিতে হয়। তিনি দুঃক্ষ প্রকাশ করে জানান, নতুন ভবন হইল প্রায় তিন বছর। কিন্ত মেইন সড়ক থেকে সংযোগ ব্রিজ আর হইলো না! তিনি দ্রুত নতুন একটা ব্রিজের দাবী জানান।
ক্লিনিকের ঝুকিপূর্ণ বাঁশের সাঁকো সম্পর্কে জানতে চাইলে উক্ত ০৬ নং ওয়ার্ডের মেম্বার আনোয়ার মিয়া জানান, বাঁশের হাকামের পরিবর্তে নতুন ব্রিজের টেন্ডার হইছে প্রায় এক বছর পূর্বে। তবে কেন ব্রিজ হচ্ছে না তা জানার জন্য উক্ত ইউনিয়নের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করার জন্যে বলেন।
তবে এ বিষয়ে জানার জন্যে স্নানঘাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন রাহিন এর মোবাইলে বার বার কল
 রিসিভ করেন নাই,

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..