রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
তারেকের উদ্দেশে ইসি সচিব-‘৫২২ ঘণ্টা হলেও কিছু করার নেই’ ঢাকা থেকেই নির্বাচন করার ঘোষণা আসিফ মাহমুদের ভোলায় প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস।। ভোলায় আয়োজিত হয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বক্তব্য প্রতিযোগিতা। লাখো জনতার ভালোবাসায় সিক্ত ভোলা-১ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর এয়োদশ জাতীয় নির্বাচনে ভোলার ৪ টি আসনে বিএনপির মনোনয়ন পেয়ে উচ্ছ্বসিত তৃণমূল বিএনপি। খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি : নাসীরুদ্দীন জোটের ১২ নেতাকে ‘গ্রিন সিগন্যাল’ দিল বিএনপি ঢাকা-১৭ আসনে প্রার্থী হবেন হিরো আলম সরিষাবাড়ীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বাহুবল স্নানঘাট ক্লিনিকের সেবা নেওয়ার জন্য যাওয়ার একমাত্র রাস্তা ঝুকিপূর্ণ বাঁশের সাঁকো! 

জাহাঙ্গীর মিয়া, বাহুবল প্রতিনিধি, হবিগঞ্জঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
 হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের প্রায় ৩০-৩৫ হাজার জনগণ সরকারের স্বাস্থ্যসেবা নিতে হয় ঝুকিপূর্ণ বাঁশের সাঁকো পারাপার হয়ে।
প্রায় তিন বছর পূর্বে নির্মাণ করা হয় স্নানঘাট কমিউনিটি ক্লিনিক। ক্লিনিকটি স্নানঘাট ইউনিয়ন পরিষদ এবং স্নানঘাট বাজারের পাশে, পুটিজুরী-স্নানঘাট সড়কের উত্তর পাশে একটা খালের পাশে অবস্থিত।
সরেজমিনে দেখা যায়, ঝুকিপূর্ণ দুই বাঁশের উপর ভর করে ক্লিনিক যেতে হয়। স্থানীয়দের তথ্য মতে জানা যায়, ক্লিনিক নির্মাণের তিন বছর অতিবাহিত হবার পরেও ক্লিনিকের সংযোগ সড়ক এখনো করা হয়নি! এ নিয়ে স্থানীয় জনগণ ক্ষোভ প্রকাশ করছেন।
ক্লিনিকে সেবা নিতে আসা আয়মনা বিবি জানান, আমরা তিন বছর অনেক কষ্ট করে ক্লিনিকে গিয়ে ঔষধপাতি আনি। তিনি ক্ষোব প্রকাশ করে জানান, তিন বছরে আমরার এলাকার অনেকই বাচ্চা নিয়ে হাকাম থেকে খালে পরছে! আহত ও হইছে! হাকাম আমরা অনেকেই পার হইতাম পারি না,যারা পারে তারা ও অনেক ঝুকি নিয়ে ক্লিনিকে যায়।
আয়মনা জানান, গর্ভবতী মহিলারা অনেক কষ্ট করে হাকাম পার হয়। তিনি সেই সময় একটা নতুন ব্রিজের দাবী জানান।
স্নানঘাট ইউনিয়ন সেন্টারের উদ্যোক্তা মনির খান জানান, আমাদের ইউনিয়ন মানুষ লক্কর চক্কর বাঁশের  সাঁকো পার হয়ে ক্লিনিকের সেবা নিতে হয়। তিনি দুঃক্ষ প্রকাশ করে জানান, নতুন ভবন হইল প্রায় তিন বছর। কিন্ত মেইন সড়ক থেকে সংযোগ ব্রিজ আর হইলো না! তিনি দ্রুত নতুন একটা ব্রিজের দাবী জানান।
ক্লিনিকের ঝুকিপূর্ণ বাঁশের সাঁকো সম্পর্কে জানতে চাইলে উক্ত ০৬ নং ওয়ার্ডের মেম্বার আনোয়ার মিয়া জানান, বাঁশের হাকামের পরিবর্তে নতুন ব্রিজের টেন্ডার হইছে প্রায় এক বছর পূর্বে। তবে কেন ব্রিজ হচ্ছে না তা জানার জন্য উক্ত ইউনিয়নের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করার জন্যে বলেন।
তবে এ বিষয়ে জানার জন্যে স্নানঘাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন রাহিন এর মোবাইলে বার বার কল
 রিসিভ করেন নাই,

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..