বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন কারিকুলাম বাস্তবায়নে অনুপ্রেরণা ও অসহায় মেধাবী শিক্ষার্থীদের স্কুল/স্কাউট পোশাক বিতরণ অনুষ্ঠান। খুলনায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত সেতাবগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে যুবতীকে ধর্ষণ গোপালগঞ্জে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে আটক ১ কেএমপি’র সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের কর্তৃক ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি মোটর সাইকেলসহ ০২ (দুই) জন ছিনতাইকারী গ্রেফতারঃ দেশের সব উপজেলার নির্বাহী অফিসারকে বদলির সিদ্ধান্ত:নির্বাচন কমিশন নির্বাচনের আগে দেশের সব থানার ওসিদের বদলির নির্দেশ:নির্বাচন কমিশন মোংলা বন্দরের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সালাহ উদ্দিন আহমেদ (সিআইপি) নৌকার মনোনয়ন পাওয়ায় এলাকায় জুড়ে চলছে আনন্দের উৎসব!  রামপালে দুর্বৃত্তের অগ্নি সংযোগ; বিএনপির আরও ৪ নেতা গ্রেফতার 

হবিগঞ বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশন’ কেন্দ্রীয় কার্যকরী সংসদ নির্বাচনে জাকারিয়া-আমিন পরিষদ এর জয়লাভ

জাহাঙ্গীর মিয়া, (বাহুবল প্রতিনিধ) হবিগঞ্জ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
বাংলাদেশের চা শিল্পাঞ্চলে কর্মরত কর্মচারীদের একমাত্র সংগঠন ‘বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশন’ কেন্দ্রীয় কার্যকরী সংসদ নির্বাচনে (২০২৩-২০২৫) সব ক’টি পদে জয়লাভ করেছে জাকারিয়া-আমিন পরিষদ।
রবিবার (১৮ ডিসেম্বর) দেশের ১৬৫ টি চা বাগানের ১২টি অঞ্চলের ১২টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ২৩৩১ জন ভোটারের মধ্যে ২২৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কেন্দ্রগুলোতে ভোটগণনা শেষে রাত পৌনে ১২টায় শ্রীমঙ্গলে অবস্থিত সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিক নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন সাব কমিটির আহবায়ক মো. আতাউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন সাব কমিটির সদস্য সচিব মো. বশির আহমদসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এবারের নির্বাচনে সভাপতি পদে সাবেক সাধারণ সম্পাদক মো. জাকারিয়া আহমদ (চেয়ার) ১৫৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী বর্তমান সভাপতি মাহবুব রেজা (বটগাছ) পেয়েছেন ৬০৮ ভোট। সহ-সভাপতি (২টি পদ) পদে কংকন জ্যোতি ভট্টাচার্য (দেয়াল ঘড়ি) ১২০৫ ভোট ও শেখ কাওছার মিয়া (ছাতা) ১০৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে আমিনুর রহমান (মই) ১০৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী সঞ্জয় কান্তি ভট্টাচার্য (চাকা) পেয়েছেন ৭৫৪ ভোট।
সহ-সাধারণ সম্পাদক পদে মো. আলমগীর চৌধুরী (হরিণ) ১৪৮২ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে গঙ্গেশ রঞ্জন দেব (বাই-সাইকেল) ১১২৬ ভোট, কোষাধ্যক্ষ পদে সুরঞ্জিত দাস (কবুতর) ১২৪৮ ভোট, প্রচার, সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক পদে মো. ইব্রাহিম মিয়া (মোরগ) ১০৭০ ভোট, শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক সম্পাদক পদে মাহমুদুর রহমান রাসেল (চশমা) ১০২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এছাড়া আঞ্চলিক প্রতিনিধি পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন-নর্থ সিলেট অঞ্চল সভাপতি পদে মো. আব্দুল মালিক, সাধারণ সম্পাদক কাওছার আহমেদ, জুড়ী অঞ্চল সভাপতি পদে শাহীন আহমদ, সাধারণ সম্পাদক পদে লিটন দাশ; লংলা অঞ্চল সভাপতি পদে মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল তাহিদ লিমন; মনু অঞ্চল সভাপতি পদে মো. তানভীর হাসান, সাধারণ সম্পাদক পদে দিলীপ যাদব; দলই অঞ্চল সভাপতি পদে মন্তাজ সিদ্দিকী, সাধারণ সম্পাদক পদে ইমন দেবনাথ; বালিশিরা উত্তরাঞ্চল সভাপতি নীলমোহন সিংহ, সাধারণ সম্পাদক পদে মোঃকামাল হোসেন,বালিশিরা পূর্বাঞ্চল সভাপতি পদে মো. মতিউর রহমান, সাধারণ সম্পাদক পদে মো. সিরাজুল ইসলাম, বালিশিরা পশ্চিমাঞ্চল সভাপতি পদে বদরুল আলম, সাধারণ সম্পাদক পদে শ্রীকান্ত আহীর; লস্করপুর পূর্বাঞ্চল সভাপতি পদে দেবদাশ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক পদে সুলতান আহমদ; লস্করপুর উত্তর সভাপতি পদে সুনীল বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে বিক্রম সিংহ; লস্করপুর পশ্চিমাঞ্চল সভাপতি পদে মো. আব্দুল ওয়াহিদ, সাধারণ সম্পাদক পদে জয়নাল আবেদিন এবং চট্টগ্রাম অঞ্চল সভাপতি পদে অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক পদে অসিম চাকমা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..