সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার নোয়াবন্দ গ্রামে হযরত কালাম শাহ (রহ:) মাজারে গত বুধবার (২৬ফেব্রুয়ারি) রাতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে মাজারেে সামিয়ানা ও গিলাফ পুড়ে গেছে।
মাজারের খাদেম শাহ আরিফুল হক রনি (৩৫) বলেন, বুধবার রাতে আমি জরুরি প্রয়োজনে এলাকার বাহিরে ছিলাম। ওইদিন রাত পৌনে ১২টার দিকে মাজারে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে রাত ১২টার দিকে স্থানীয় লোকজন এই আগুন নেভাতে সক্ষম হন। তবে মাজারের টানানো সামিয়ানা ও গিলাফ পুড়ে গেছে। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ করব।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন,, আমরা সরেজমিনে মাজার এলাকা পরিদর্শন করেছি। এ সংক্রান্ত লিখিত অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।