শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় নাশকতার মামলার আসামি আওয়ামীলীগের সেক্রেটারি খোকন চৌধুরী গ্রেফতার শরীয়তপুর তিন মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার যুবক নি’হত। ঈদের দিনেও সংঘর্ষ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা খুন, আহত ১২ জন জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন প্রধান উপদেষ্টা লোহাগড়ায় তুচ্ছ ঘটনায় শ্রমিক নেতা আব্দুল্লাহ আল মামুন খুন, ঘাতক আটক লোহাগড়ায় দিনমজুরের সম্পত্তি দখল করে ব্যবসায়িক ভবন নির্মাণ করছেন দূর্বৃত্তরা, বাধা দেওয়ায় হত্যার হুমকি, মামলা দায়ের ইশরাক মেয়র হয়েছে, আমাকে এমপি পদ দেওয়া হোক: হিরো আলম ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা নাগেশ্বরীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিংড়ার ছোট চৌগ্রাম খাল অবৈধ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

লক্ষীপুরের রামগতিতে আইন না মানায় ৩ ইটভাটা মালিককে তিন লাখ টাকা জরিমানা।

এ জে এম ইসমাইল হোসেন। লক্ষীপুর জেলা প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

লক্ষ্মীপুরের রামগতিতে লাইসেন্সবিহীন তিনটি ইটভাটা মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ভাটাগুলোর চুল্লির আগুন নিভিয়ে চিমনিগুলো উপড়ে ফেলা হয়। কাঁচা ইট পানি দিয়ে নষ্ট করে দেওয়া হয়।

সোমবার (১৪ নভেম্বর) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল হাসনাত খাঁন।

ইটভাটাগুলো হলো- গিয়াস উদ্দিন ব্রিকস, রফিক ব্রিকস ও এমএস ব্রিকস। ভাটাগুলো চররমিজের চরআফজাল গ্রামে অবস্থিত।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ অন্যসব কাগজপত্র ছাড়া অসাধু ব্যবসায়ীরা ইটভাটা গড়ে তুলেছে। বাংলাভাটা ব্রয়লার চিমনি ব্যবহারের কালো ধোঁয়া পরিবেশের ক্ষতি করে। এ ধোঁয়ায় মানুষও অসুস্থ হয়ে পড়ে। এ ধরনের অবৈধ ভাটা বন্ধে জেলা প্রশাসন থেকে নির্দেশনা আছে।

অর্থদণ্ডপ্রাপ্ত ভাটার মালিকরা তাদের প্রতিষ্ঠানের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরে জরিমানার পাশাপাশি পানি দিয়ে ভাটার চুল্লির আগুন নিভিয়ে চিমনিগুলো উপড়ে ফেলা হয়। বৈধ কাগজপত্র তৈরি ও পরিবেশ অধিদপ্তরের অনুমতি নিয়ে ঝিকঝাক চিমনি ব্যবহার নিশ্চিত করলেই তারা প্রতিষ্ঠানের কার্যক্রম চালাতে পারবেন।

রফিক ব্রিকসের স্বত্বাধিকারী মিজানুর রহমান জানান, তার ভাটার বৈধ কোনো কাগজপত্র নেই। চররমিজ ইউনিয়নে ২৮টি ইটভাটা আছে, সবগুলোই অবৈধ।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম শান্তুনু চৌধুরী বলেন, অবৈধ তিন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..