শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:০২ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
মাদারগঞ্জে বাজার মনিটরিং অভিযানে ব্যবসায়ীকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের দুর্নী‌তির দায়ে নগদ অর্থসহ ৩ জনকে আটক করেছে সেনাবা‌হিনী নড়াইলে অতিরিক্ত মদ্যপানে স্কুল ছাত্রীর মৃ’ত্যু হাসপাতালে ভর্তি ১ দুই জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে মৃত্যুর সনদ পত্র দিয়েছে ইউপি চেয়ারম্যান ভালুকায় পৌর বিএনপির দোয়া মাহফিল বাগেরহাট জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে “জাতীয় শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক যুবলীগ নেতা সাইফুল সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ। নরসিংদী সাবেক এমপি মো. সিরাজুল ইসলাম মোল্লা গ্রেপ্তার রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার হয়েছেন সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

সিলেট দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করতে চাই।

(বিশেষ প্রতিনিধি সিলেট জেলা)
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

সিলেট জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাছির উদ্দিন খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় গোলাপগঞ্জ উপজেলার সকল চেয়ারম্যান ও সদস্য বৃন্দের সাথে ওয়াছিমা কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভা আয়োজন করেন। তখন তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন আমরা বাঙ্গালী হতে চাই। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে হলে সম্মিলিত প্রচেষ্টা দরকার। আমরা যদি সম্মিলিতভাবে কাজ করি তাহলে ২০৪১ সালের আগেই এই দেশটাকে সোনার বাংলা হিসেবে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে পারবো । প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলশ প্রচেষ্টা এদেশ উন্নত দেশে পরিনত হতে আর বেশী দিন নয়।
জেলা পরিষদে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হওয়ায় তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদের সভাপতিত্বে ও ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হানিফ খাঁনের সঞ্চালনায়,
বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হুমায়ূন ইসলাম কামাল, এডভোকেট মোহাম্মদ আলী দুলাল, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, এডভোকেট মনসুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক রফিক আহমদ, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান, শরিফগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম কবির উদ্দিন, বাদেপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক জাহিদ আহমদ, আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ হাসিন আহমদ মিন্টু, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুর রহিম, বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন, সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতান আহমদ মজনু মিয়া, কাউন্সিলর রুহিন আহমদ খান, ফুলবাড়ি ইউনিয়ন সুমি বেগম, এনামুল কবির, গোলাপগঞ্জ ইউনিয়ন সদস্য ফোরামের পক্ষ থেকে ইসমাইল আলী প্রমুখ

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..