সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার নেত্রকোণায় মাদক ও বাল্যবিয়েকে লাল কার্ড প্রদর্শন করলো শিক্ষার্থীরা ডাকসুর ভোট গণনা দেখা যাবে সরাসরি লাইভে আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও কালীগঞ্জে ৩৮০০ পিচ ইয়াবা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী আরিফুল ও আরিফ গ্রেপ্তার নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ পল্লী বিদ্যুৎ গণছুটি ঘোষণা দিয়ে ৮০৯ কর্মকর্তা-কর্মচারীর কর্মস্থল ত্যাগ ১২ ঘন্টার মধ্যে নড়াইলের চাঞ্চল্যকর গৃহবধূ মুন্নি খানম হত্যা মামলার রহস্য উন্মোচন আজ সুবর্ণচরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। আশ্রয়প্রার্থী নিয়ে কড়াকড়ি: শিক্ষার্থী থেকে ইংলিশ চ্যানেল হয়ে আসা আশ্রয় সব ক্ষেত্রেই কঠোর অবস্থান যুক্তরাজ্যের

খুলনা বিআরিটিএতে অভিযানে ২৫ দালালকে জেল-জরিমানা

খুলনা মেট্রো প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

খুলনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অফিসে অভিযান চালিয়ে ৩০ জন দালালকে গ্রেফতার করেছে র‌্যাব। এরমধ্যে ১৯ জনকে ৭ দিন থেকে ১ মাস মেয়াদে কারাদন্ড ও ৬ জনকে ২০০ টাকা থেকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া পাঁচজনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল আমিন।
রবিবার (১১ সেপ্টেম্বর) এ অভিযান চালানো হয়।
অভিযান শেষে র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মো. মোসতাক আহমেদ জানান, খুলনা বিআরটিএতে দীর্ঘদিন ধরে দালালরা তৎপরতা চালাচ্ছিল। বিআরটিএ অফিসে যখন সাধারণ মানুষেরা সেবা নিতে আসে, তখন দালাল ও প্রতারক চক্রের লোকেরা তাদের ভুল বুঝিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। সাধারণ মানুষ তাদের প্রাপ্য সেবা থেকে বঞ্চিত হয়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিবার দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খুলনা বিআরটিএতে অভিযান চালিয়ে ৩০ জন দালালকে আটক করা হয়। পরে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৫ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্তরা হলেন, ১। ইকলাস হোসেন (৩২),থানা-খানজাহান আলী, জেলা-খুলনা, ২। বিশ্বজিৎ দাস (৩৫), থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা ৩। মোঃ রাশেদুল ইসলাম (৩০),থানা-খানজাহান আলী, জেলা-খুলনাদের প্রত্যেককে ০৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ৪। দেবাশীষ দে (৩৮), থানা-ফকিরহাট, জেলা- বাগেরহাটকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ৫। মোঃ বেল্লাল হোসেন (৩০), থানা-দৌলতপুর, জেলা-খুলনা্ ৬। মোঃ ইকবাল বেগ (৪০),থানা-খানজাহান আলী, জেলা-খুলনা, ৭। আব্দুর রাজ্জাক মোল্লা (৪০),খানা-দাকোপ, জেলা-খুলনা, ৮। সুবাস চন্দ্র সরকার (৬০),থানা-দৌলতপুর, জেলা-খুলনা ৯। মোঃ মুনিরুল ইসলাম (২৯),থানা-খানজাহান আলী, জেলা-খুলনা, ১০। মোঃ রবিউল মোল্লা (২৬), থানা-খানজাহান আলী, জেলা-খুলনা, ১১। শেখ নাঈম (৩০),থানা-দৌলতপুর, জেলা-খুলনা ১২। আহসান হাবিব (৪৮),থানা-খানজাহান আলী, জেলা-খুলনাকে কে ১৪ দিনের বিনাশ্রম কারাদন্ড ১৩। মোঃ রুহুল আমিন টুটুল (৫০), থানা-দৌলতপুর, জেলা-খুলনা ১৪। মোঃ রাউসুল ইসলাম রাব্বি (৩০),থানা-দৌলতপুর, জেলা-খুলনা ১৫।আহাদ আলী (৩০),থানা-থানজাহান আলী, জেলা-খুলনা ১৬। মোঃ মাসুম হোসেন (২৫), থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট ১৭। মোঃ মোক্তার হোসেন (৪৮),থানা-খানজাহান আলী,জেলা-খুলনা ১৮। জহিরুল ইসলাম (২৮),থানা-খানজাহান আলী, জেলা-খুলনা ১৯। মোঃ শাকির হোসেন (৪০), থানা-খানজাহান আলী, জেলা-খুলনা ২০। আব্দুল কাদের (৩৭),থানা-খানজাহান আলী, জেলা-খুলনাদের প্রত্যেককে ৩০ দিনরে বিনাশ্রম কারাদন্ড ২১। রাজিব মল্লিক (৩৫),থানা-হরিণটানা, জেলা-খুলনা কে ২০০/- টাকা অর্থদন্ড ২২। আরিফুজ্জামান (২৫), থানা/জেলা- নড়াইল কে ৩০০০/- টাকা অর্থদন্ড ২২। মোঃ আতিয়ার রহমান (৫২), পিতা-মৃত ফজল শেখ, সাং-মোচেন্দ্রপুর, থানা-মধুখালী, জেরা-ফরিদপুর ২৩।মোঃ জাহিদুল ইসলাম (২৮),থানা-মোল্লাহাট, জেলা- বাগেরহাট ২৪। মোঃ কামাল হোসেন (৪৯), থানা-হরিনাকুন্ডু, জেলা-ঝিনাইদহদের প্রত্যেককে ১০,০০০/- টাকা অর্থদন্ড ২৫। মোঃ সোহেল রানা (৩৫), পিতা-মোঃ হাফিজুর রহমান, সাং-যুগিরপোল, থানা-খানজাহান আলী, জেলা-খুলনাকে ২০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..