বৃক্ষ প্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” এই প্রতিপাদকে সামনে রেখে সাতক্ষীরায় বৃক্ষ মেলা ২০২২ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ জুলাই ) বেলা ১২ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে সামাজিক বনায়ন জোন সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক অমিতা মন্ডল’র সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড (১) এর উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জাকির হোসেন, পানি উন্নয়ন বোর্ড (২) রাজস্ব অফিসার মো. সাজ্জাদ হোসেন, সামাজিক বনায়ন জোন সাতক্ষীরা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম মারুফ বিল্লাহ,পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারী
পরিচালক সরদার শরিফুল ইসলাম ও জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক প্রমুখ। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিল্টন, উত্তরণ’র প্রকল্প
সমন্বয়কারী মনিরুজ্জামান জমাদ্দার, সাস’র শাখা ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম, মো. হারুন অর রশিদসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সাতক্ষীরা জেলা নার্সারি মালিক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২২ উপলক্ষে প্রস্তুতি সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮ আগস্ট বেলা ১১
টায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বৃক্ষ মেলা ২০২২ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। এবারের বৃক্ষ মেলায় ৩০ টি স্টল অনুমোদন পেয়েছে। মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আগামী ১৮ আগস্ট তারিখ থেকে ২৪ আগস্ট শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ৭ দিনব্যাপী এ বৃক্ষ মেলা অনুষ্ঠিত হবে।