শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরা কোটা আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের নেতা-কর্মীদের মধ্যে হামলা-পাল্টা হামলা। চবিতে চলছে হল সিলগালা। নড়াইলে পুকুরে গোসল করতে গিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু  নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৭   সিংড়ায় মাসব্যাপী চলনবিল বৃক্ষরোপণ উৎসবে বিনামূল্যে গাছের চারা বিতরণ পুরাতন সাতক্ষীরায় জমিজমা বিরোধে ৪জনকে পিটিয়ে আহত কোটা সংস্কারের দাবিতে বঙ্গভবনের স্মারকলিপি দিলেন শিক্ষার্থীরা যারা না জেনে সমালোচনা করেন, তারা মানসিক রোগী: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশু গৃহকর্মীকে  নির্যাতনের ঘটনায় দম্পতি গ্রেফতার। সাভারে চুরির অপবাদ দিয়ে শিশু গৃহকর্মীকে নির্যাতন, জিজ্ঞাসাবাদের জন্য আটক দুই

লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষে মুক্তিযোদ্ধাসহ আহত-৪, পাল্টাপাল্টি অভিযোগ দায়ের।

মোঃশাহীন আলম লালমনিরহাট প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : সোমবার, ১৩ জুন, ২০২২

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে মুক্তিযোদ্ধাসহ ৪ জন আহত হয়েছে। এঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেন উভয় পক্ষ।

সোমবার (১৩ জুন) রাতে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে বিষয়টি নিশ্চিত করেন আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তরুল ইসলাম।
এর আগে রবিবার দুপুরে আদিতমারী উপজেলা সদরের মাষ্টারপাড়া এলাকা ঘটনাটি ঘটেছে।

আহতরা হলেন, উপজেলার ভাদাই ইউনিয়নের দক্ষিণবত্রিশ হাজারী গ্রামের বীরমুক্তিযোদ্ধা তসলিম উদ্দিন (৭৫), মুক্তিযোদ্ধার জামাতা আব্দুল বাতেন (৫০) ও তার ছেলে তারিকুল ইসলাম (২৭) ও অপরপক্ষের পল্লীচিকিৎসক রফিকুল ইসলাম (৭২)। এদের মধ্যে আব্দুল বাতেন গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল হাসপাতাল ও বাকিরা আদিতমারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে এ ঘটনায় আহত বীরমুক্তিযোদ্ধার মেয়ে তহমিনা বেগম বাদী হয়ে ১০ জনের নামে আদিতমারী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অপরদিকে অপরপক্ষের আহত পল্লীচিকিৎসক রফিকুল ইসলাম বাদী হয়ে আদিতমারী থানায় ১০ জনের নামে একটি অভিযোগ দায়ের করেছেন। তবে এখন পর্যন্ত কোন অভিযোগেই নথিভুক্ত করা হয়নি বলে আদিতমারী থানার ওসি মোক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে রবিবার (১২ জুন) জমি নিয়ে সংঘর্ষের সময় পল্লীচিকিৎসক রফিকুল ইসলামের লোকজন প্রতিপক্ষ আব্দুল বাতেনের ওয়ার্কশপে তৈরিকৃত স্টিলের মূল্যবান মালামাল গোডাউন থেকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। পরে আদিতমারী থানার উপ-পরিদর্শক (এসআই) সুরুজ্জামান মালামালগুলো তার বাসা থেকে উদ্ধার করে জিম্মায় রাখেন।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তরুল ইসলাম, দৈনিক সংগ্রাম প্রতিদিন কে বলেন জমি নিয়ে উভয় পক্ষের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..