বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের বর্ধিত সভা আওয়ামী লীগ করে নৌকার বিরোধিতা করলে কঠোর ব্যাবস্থা নতুন কারিকুলাম বাস্তবায়নে অনুপ্রেরণা ও অসহায় মেধাবী শিক্ষার্থীদের স্কুল/স্কাউট পোশাক বিতরণ অনুষ্ঠান। খুলনায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত সেতাবগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে যুবতীকে ধর্ষণ গোপালগঞ্জে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে আটক ১ কেএমপি’র সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের কর্তৃক ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি মোটর সাইকেলসহ ০২ (দুই) জন ছিনতাইকারী গ্রেফতারঃ দেশের সব উপজেলার নির্বাহী অফিসারকে বদলির সিদ্ধান্ত:নির্বাচন কমিশন নির্বাচনের আগে দেশের সব থানার ওসিদের বদলির নির্দেশ:নির্বাচন কমিশন মোংলা বন্দরের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সালাহ উদ্দিন আহমেদ (সিআইপি) নৌকার মনোনয়ন পাওয়ায় এলাকায় জুড়ে চলছে আনন্দের উৎসব! 

রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা, ভাংচুর, কলেজ ছাত্রীসহ ৬ জনকে কুপিয়ে জখম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১ জুন, ২০২২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়িঘরে হামলা, ভাংচুর, কলেজ ছাত্রীসহ ৬ জনকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার বিকেলে উপজেলার ভোলাব ইউনিয়নের মোরচারিতাল্লুক এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মরিয়ম (৫২), কলেজ পড়ুয়া শাহনাজ আক্তার (২০), রেজুয়ানা (১১), ওমর ফারুক (১৭), ইসলাম (১৬), খালেদা (২৭)। এ ঘটনায় আঃ রউফ বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। বাদি আঃ রউফ জানান, বাড়ির পাশে সাত শতক একটি জমি কিনে চারপাশে সীমানা প্রাচীর নির্মাণ করে এক পাশে টিনসিট ঘর নির্মাণ করি। কিন্তু বেআইনি ভাবে জমি দখলের উদ্যেশে একই এলাকার এবাদুর রহমানের ছেলে আওলাদ হোসেন আলো তার ভাড়াটে সন্ত্রাসী শামিম মিয়া (৪৫), আবদুল লতিফ (৫৫), আজিজুল (২৩), রিপন মিয়া (২২), নাইম (২৯), শাওন (২৭) সোহেল, (২৪) সজীব মিয়া ( ২১), কালা মনির (২৬), রাজু (৩০), সাহানাজ (২৬) শান্তাসহ (৩০) আরো অজ্ঞাত ৪০/৫০ জন অস্ত্রধারী সন্ত্রাসীদের নিয়ে বাড়িঘরে হামলা ও ব্যাপক ভাংচুর করে। এতে বাধা দিতে গেলে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর জখম করে। পরে তাদের ডাক চিৎকারে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকী দিয়ে পালিয়ে যায়। আহতরা বর্তমানে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। এ ঘটনার সুষ্ট বিচার দাবি করেন ভুক্তভোগী পরিবার সহ স্থানীয়রা।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..