মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
এফডিসিতে সাংবাদিকদের উপর হামলা, আহত ২০ রায়পুরে মেয়রের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন প্রথম ধাপের উপজেলা ভোটে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী পঞ্চপল্লীতে দুই ভাইকে হত্যার প্রতিবাদে মধুখালীতে মানববন্ধন কর্মসূচি থেকে মহাসড়ক অবরোধ খুলনায় বৃষ্টির জন্য  খোলা আকাশের নিচে নামাজ আদায় বাগেরহাটে গভীর রাতে আগুনে লেগে ৬টি দোকান পুড়ে ছাই।, লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জনসহ ১৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা  চবি প্রশাসনে বিশাল পরিবর্তন। নড়াইলে মসজিদ ইমামের স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার, ভাড়াটিয়া পলাতক লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭জনসহ ১৭ জনের মনোনয়নপত্র দাখিল 

রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা, ভাংচুর, কলেজ ছাত্রীসহ ৬ জনকে কুপিয়ে জখম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১ জুন, ২০২২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়িঘরে হামলা, ভাংচুর, কলেজ ছাত্রীসহ ৬ জনকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার বিকেলে উপজেলার ভোলাব ইউনিয়নের মোরচারিতাল্লুক এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মরিয়ম (৫২), কলেজ পড়ুয়া শাহনাজ আক্তার (২০), রেজুয়ানা (১১), ওমর ফারুক (১৭), ইসলাম (১৬), খালেদা (২৭)। এ ঘটনায় আঃ রউফ বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। বাদি আঃ রউফ জানান, বাড়ির পাশে সাত শতক একটি জমি কিনে চারপাশে সীমানা প্রাচীর নির্মাণ করে এক পাশে টিনসিট ঘর নির্মাণ করি। কিন্তু বেআইনি ভাবে জমি দখলের উদ্যেশে একই এলাকার এবাদুর রহমানের ছেলে আওলাদ হোসেন আলো তার ভাড়াটে সন্ত্রাসী শামিম মিয়া (৪৫), আবদুল লতিফ (৫৫), আজিজুল (২৩), রিপন মিয়া (২২), নাইম (২৯), শাওন (২৭) সোহেল, (২৪) সজীব মিয়া ( ২১), কালা মনির (২৬), রাজু (৩০), সাহানাজ (২৬) শান্তাসহ (৩০) আরো অজ্ঞাত ৪০/৫০ জন অস্ত্রধারী সন্ত্রাসীদের নিয়ে বাড়িঘরে হামলা ও ব্যাপক ভাংচুর করে। এতে বাধা দিতে গেলে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর জখম করে। পরে তাদের ডাক চিৎকারে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকী দিয়ে পালিয়ে যায়। আহতরা বর্তমানে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। এ ঘটনার সুষ্ট বিচার দাবি করেন ভুক্তভোগী পরিবার সহ স্থানীয়রা।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..