বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন , ই-পেপার

কবিতা, মুজিব খোকা—– সৈয়দুল ইসলাম

সৈয়দুল ইসলাম (সুনামগঞ্জ)
  • আপলোডের সময় : শনিবার, ২ এপ্রিল, ২০২২

মুজিব খোকা
——- সৈয়দুল ইসলাম

বাংলা মায়ের শ্রেষ্ঠ ছেলে
ডাকতো সবাই খোকা,
কেউ পারেনি দিতে তাঁকে
চলা ফেরায় ধোঁকা।

মা’ মাটি আর দেশের জন্য
ছিলো অগাধ টান,
তাইতো সদা প্রস্তুত ছিলেন
বিলিয়ে দিতে প্রাণ।

পশ্চিমাদের শাসন শোষণ
বিষিয়ে তুলে মন,
মুক্ত হাওয়ায় থাকতে বেঁচে
ভাবেন সারাক্ষণ।

সাতই মার্চে মুজিব খোকা
দিলেন যুদ্ধের ডাক,
মাতৃভূমি করবো স্বাধীন
যতোই বাঁধা থাক।

দীর্ঘ নয়মাস যুদ্ধ করে
পেয়েছি একটি দেশ,
সুজলা সুফলা শেখ মুজিবের
স্বপ্নের বাংলাদেশ।

ঠিকানা: হাসারচর, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..