মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
যুবককে কুপিয়ে জখম,ভয়ে এলাকা ছাড়া পরিবার লোহাগড়ায় ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সকল আসামি খালাস পাওয়ায়  মিষ্টি বিতরণ সা’দত কলেজে সাহিত্য সপ্তাহে বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠিত ভারতের মিডিয়া ব্যাপক অপপ্রচার ও মিথ্যা প্রচারণা চালাচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত চেয়ে আবেদন আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে সংবাদ সম্মেলন লোহাগড়ায় দুর্বৃত্তদের হামলায় পুলিশ কনস্টেবল আহত, হাসপাতালে ভর্তি শরণখোলায় জামায়তের শিক্ষা শিবির অনুষ্ঠিত। লোহাগড়ায় ইসকন নিষিদ্ধের দাবীতে ও আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  মাদারগঞ্জে নাশকতা মামলায় ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সেক্রেটারিসহ আটক ৫ 

গোপালগঞ্জ হত্যা মামলার’আসামীর বিবস্ত্র লাশ উদ্ধার।

গোপালগঞ্জ প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাঁশ বাগানের মধ্য থেকে রবিউল শেখ (৪০) নামে এক ব্যক্তির বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে উপজেলার মহেশপুর ইউনিয়নের চরপদ্মবিলা গ্রামের একটি বাঁশবাগান থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রবিউল ওই গ্রামের আব্দুল মালেক শেখের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

পার্শ্ববর্তী বাঘিয়া গ্রামের শহীদ হত্যা মামলার অন্যতম আসামী ছিলেন তিনি।

নিহতের স্ত্রী শ্যামলী বেগম বলেন,বুধবার সন্ধ্যায় আমার স্বামী বাড়ির পাশের দোকান থেকে মশার কয়েল কিনে বাড়িতে দিতে আসেন। এ সময় তার
খালাতো ভাই বাঘিয়া গ্রামের কোবাদ শেখ মামলা নিষ্পত্তির কথা বলে বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে যান। আমার স্বামী কোবাদ শেখের ভাই শহীদ
শেখ হত্যার মামলার আসামী। আমার স্বামী রাতে বাড়িতে না ফেরায় তাঁর মোবাইল ফোনে কল দিয়ে বন্ধ পাই। এরপর তাকে পরিবারের লোকজন বিভিন্ন
স্থানে অনেক খোঁজাখুজি করি। পরে বৃহস্পতিবার সকালে বাড়ির অদূরে বলরাম বিশ্বাসের বাঁশবাগানের মধ্যে রক্তাক্ত অবস্থায় লাশ পড়ে থাকতে দেখা যায়।

কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাসুদ রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। পরে মরদেহের
ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের কর্মকর্তা বলেন,রবিউল শহীদ হত্যা মামলার অন্যতম আসামী। মামলাটি এখনও চলমান রয়েছে। ওই ঘটনার জের ধরে এ হত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর হত্যার কারণ জানা যাবে বলে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..