বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০১:২০ অপরাহ্ন , ই-পেপার

আজ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে,

সংগ্রাম প্রতিদিন ডেস্ক ঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলে এবার পাসের হার ৯৩ দশমিক ৫৮। এরমধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৯৪ দশমিক শূন্য ৮।

আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার প্রকাশিত আনুষ্ঠানিক ফলাফলে দেখা যায়, সকল বোর্ড মিলিয়ে মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্যে পাস করেছে, ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। এছাড়াও, এবছর পাশের হার ৯৩. ৫৮ শতাংশ। সকল বোর্ড মিলিয়ে মোট জিপিএ ফাইভ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ শিক্ষার্থী।

এর আগে, গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরপরই শিক্ষার্থীদের জন্য ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানার সুযোগ উন্মুক্ত হয়।

এবছর এসএসসি ও সমমানের ফলাফলে ঢাকা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ১২ শতাংশ, রাজশাহী বোর্ডে ৯৪ দশমিক ৭১ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৯৪ দশমিক ৮০ শতাংশ, সিলেট বোর্ডে ৯৬ দশমিক ৭৮ শতাংশ, বরিশাল বোর্ডে ৯০ দশমিক ১৯ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৯১ দশমিক ১২ শতাংশ, ময়মনসিংহে ৯৭ দশমিক ৫২ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৯৬ দশমিক ২৭ শতাংশ, যশোর বোর্ডে ৯৩ দশমিক ০৯ শতাংশ, মাদরাসা বোর্ডে ৯৩ দশমিক ২২ শতাংশ, কারিগরি বোর্ডে ৮৮ দশমিক ৪৯ শতাংশ।

সিলেটে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৮৩৪ জন, কুমিল্লায় ১৪ হাজার ৬২৬ জন, চট্টগ্রামে ১২ হাজার ৭৯১ জন এবং বরিশালে ১০ হাজার ২১৯ জন, রাজশাহীতে ২৭ হাজার ৭০৯ জন, ময়মনসিংহে ১০ হাজার ৯২ জন, ঢাকায় ৪৯ হাজার ৫৩০ জন, যশোরে ১৬ হাজার ৪৬১ জন।

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় সারা দেশে এক লাখ ৪৩ হাজার ৮৪৯ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..