আজ ২রা অক্টোবর২০২১ শনিবার মোহনদাস করমচাঁদ গান্ধীর ১৫২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে মহাত্মা গান্ধী স্মারক সদন ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে এক শান্তি সমাবেশের আয়োজন করেন।
গ্রীন ভয়েস এর প্রধান সমন্বয়ক জনাব আলমগীর কবির এর সভাপতিত্বে এবং মহাত্মা গান্ধী স্মারক সদন এর সমন্বয়ক হুমায়ুন কবির সুমন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তিতা করেন মহাত্মা গান্ধী স্মারক সদন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ আবুল মকসুদ এর ছেলে সৈয়দ নাফিস মকসুদ , ঢাকা বিশ্ববিদ্যালয় এর আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন,মহাত্মা গান্ধী স্মারক সদন এর শুভানুধ্যায়ী ডাঃ আব্দুল মান্নান, গ্রীন ভয়েস এর চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক তরিকুল ইসলাম রাতুল, মাসুদুর রহমান, হাসিব সরকার সাকিব এবং বাপা’র যুগ্ম সম্পাদক জনাব মিহির বিশ্বাস প্রমুখ।
প্রতিবছর ২রা অক্টোবর এই দিনটি সারা বিশ্বে মর্যাদার সঙ্গে পালিত হয়। বিশ্ব থেকে হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি, অসহিষ্ণুতা ও রক্তপাত বন্ধে বিশ্ববাসীকে সচেতন করতে প্রতিবছর ২ অক্টোবর বিশ্ব অহিংস দিবস পালন করা হয়।অহিংসা বলতে বোঝায় হিংসা থেকে দূরে থাকা। হিংসা থেকে দূরে থাকাই এ দিবসের মূল কথা।
পৃথিবীর অসহিষ্ণুতা, উত্তেজনা, সহিংসতা বন্ধে উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদিক নেতা মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাই মহাত্মা গান্ধীর জন্মদিনকে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে পালন করা হয়। এদিনটি গান্ধী জয়ন্তী হিসেবেও পরিচিত।