সোমবার, ১৩ মে ২০২৪, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি) পরীক্ষায় পাসের হারে শীর্ষে রয়েছে যশোর বোর্ড। আর সর্বনিম্ন পাসের হার সিলেট লোহাগড়ায় শোক আর শ্রদ্ধায় সাবেক চেয়ারম্যানের চির বিদায়  সাতক্ষীরা জেলায় নির্ধারিত সময়ে আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহের উদ্বোধন লোহাগড়ায় চেয়ারম্যান প্রার্থী তারিকুল ইসলাম উজ্জলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ সিংড়ায় হজ্ব গমনে ইচ্ছুক হাজীদের সংবর্ধনা ও শুভেচ্ছা উপহার বিতরণ  কক্সবাজার জেলায় ১০ম বারের মতো শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারি অফিসার মহসিন ও শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী সোলায়মান লোহাগড়ায় নবগঙ্গা ডিগ্রী কলেজের দূর্নীতিবাজ সভাপতি রাশিদুল বাশার ডলারের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল লোহাগড়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মুন্সী নজরুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত  মিল্টন ব্লেড-ছুরি দিয়ে নিজেই অপারেশন করতেন, তথ্য জানালো ডিবি মধুখালিতে দুই ভাইকে পিটিয়ে হত্যা বিএনপির দন্তত কমিটির বিচার দাবি

নড়াইলে বিএনপি নেতাকে কোপানোর অভিযোগে বহিস্কার। হ

শরিফুজ্জামান নড়াইলঃ
  • আপলোডের সময় : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

নড়াইল জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও লোহাগড়া উপজেলা বিএনপির সদস্যসচিব টিপু সুলতানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় দপ্তরের দায়িত্ব প্রাপ্ত সৈয়দ এমরান সালেহ প্রিন্স ১৮ সেপ্টেম্বর ওই বহিষ্কার পত্রে সাক্ষর করেন। নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলা বিএনপির সহ- সভাপতি ও লোহাগড়া উপজেলা বিএনপির আহবায়ক জি এম নজরুল ইসলামকে কুপিয়ে মারাত্মক আহত করা হয়। ওই ঘটনায় টিপু সুলতান উপস্থিত থেকে সরাসরি নেতৃত্ব দেন তাই কেন্দ্রীয় বিএনপি টিপুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিস্কার করেছে। টিপু সুলতানকে লেখা বহিস্কার পত্রে উল্লেখ করা হয়েছে, আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলার পরিপন্থী সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ আছে। তদন্ত করে বিএনপির গঠনতন্ত্র মোতাবেক আপনাকে দলের প্রাথমিক সদস্যপদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হলো। এ ব্যাপারে টিপু সুলতান বলেন, আমি বহিষ্কার পত্র এখনও হাতে পায়নি। ফেসবুকে দেখেছি। আমি ষড়যন্ত্রের শিকার। নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম জানান, এক জন দলের প্রবীণ নেতা ও বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যানকে কুপিয়ে আহত করা হয়েছে। এ জন্য টিপুকে লোহাগড়া উপজেলা বিএনপির পদ থেকে অব্যহতি দিই। কেন্দ্রীয় বিএনপি তদন্ত কমিটি গঠন করে ঘটনার সত্যতা পায়। এর ভিত্তিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাকে কেন্দ্রীয় বিএনপি বহিস্কার করেছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..