 
																
								
                                    
									
                                 
							
							 
                    নড়াইলের লোহাগড়ায় দরিদ্র ও মেধাবী  ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরন করা হয়েছে।
জানা গেছে,  লোহাগড়া পৌরসভার আয়োজনে এলজিএসপি-৩ প্রকল্পের আর্থিক সহযোগিতায় মঙ্গলবার (২১ সেপ্টেম্বর)  বেলা সাড়ে ১১টায় লোহাগড়া – লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সন্মেলন কক্ষে ৫০ জন ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরন করা হয়। লোহাগড়া পৌর মেয়র আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসলিনা পারভীন, প্রধান শিক্ষক কে এম রেজাউল ইসলাম,  পৌরসচিব মোঃ তফিকুল আলম, উপ সহকারী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর মোঃ গিয়াসউদ্দিন ভূইয়া, মোঃ আনিসুর রহমান, বিশ্বনাথ দাস ভুন্ডুল, প্রভাষক বাবু রুপক মুখার্জি,  লোহাগড়া পৌর প্রেসক্লাবের সভাপতি শিমুল হাসান, সধারন সম্পাদক শরিফুজ্জামান প্রমুখ।