শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ভোলায় আয়োজিত হয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বক্তব্য প্রতিযোগিতা। লাখো জনতার ভালোবাসায় সিক্ত ভোলা-১ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর এয়োদশ জাতীয় নির্বাচনে ভোলার ৪ টি আসনে বিএনপির মনোনয়ন পেয়ে উচ্ছ্বসিত তৃণমূল বিএনপি। খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি : নাসীরুদ্দীন জোটের ১২ নেতাকে ‘গ্রিন সিগন্যাল’ দিল বিএনপি ঢাকা-১৭ আসনে প্রার্থী হবেন হিরো আলম সরিষাবাড়ীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মদনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত লোহাগড়ার লাহুড়িয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাজারে আগুন, অর্ধ কোটি টাকা ক্ষয়ক্ষতি

নড়াইল জেলায় এবার ৬৪৮টি পুজা মন্ডপে দূর্গোৎসব অনুষ্ঠিত হবে।

শরিফুজ্জামান।। দৈনিক সংগ্রাম ডেস্ক ঃ
  • আপলোডের সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১

নড়াইল জেলায় এবার ৬৪৮টি পূজা মন্ডপে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি মেনে ও উৎসবকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আজ শুক্রবার বেলা ১১টায় জেলা পুলিশ লাইন প্যারেড গ্রাউন্ডের ড্রিলশেড ঘরে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। জেলা পুলিশ প্রশাসন এ সভার আয়োজন করে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়। সভায় জেলা পরিষদ চেয়ারম্যান মো.সোহরাব হোসেন বিশ্বাস,জেলা আওয়ামী লীগ সভাপতি সুবাস বোস,সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. সিজাম উদ্দীন খান,পৌর মেয়র আন্জুমান আরা, জেলা পূজা উদযাপন পর্ষদের সভাপতি অশোক কুমার কুন্ডুসহ বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ।

পুলিশ সুপার প্রবীর কুমার রায় বক্তব্যে বলেন, ধর্ম যার যার,উৎসব সবার। এমন মন মানষিকতা নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের শিক্ষা দিয়ে গেছেন। সম্প্রীতির বন্ধনে তিনি গোটা জাতিকে বেঁধে রেখেছিলেন। সেই ধারা আজও দেশে অব্যাহত রয়েছে। এই ধারাকে এগিয়ে নিতে আম জনতার পাশাপাশি পুলিশ প্রশাসনও বদ্ধ পরিকর। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আসুন আমরা দলমত নির্বিশেষে সরকারকে সহযোগিতা করে দেশকে আরো উন্নয়নের শিখরে নিয়ে যাই। শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্ণভাবে পালন করি। তিনি বলেন,শান্তি বিনষ্টকারিদের কোন রকম ছাড় দেওয়া হবে না।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিজ নিজ পূজা মন্ডপে লাইটিং ও সিসি ক্যামেরা স্থাপনের জন্য মন্দির কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতাকর্মীদেরকে অনুরোধ জানানো হয় মত বিনিময় সভায়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..