শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরা কোটা আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের নেতা-কর্মীদের মধ্যে হামলা-পাল্টা হামলা। চবিতে চলছে হল সিলগালা। নড়াইলে পুকুরে গোসল করতে গিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু  নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৭   সিংড়ায় মাসব্যাপী চলনবিল বৃক্ষরোপণ উৎসবে বিনামূল্যে গাছের চারা বিতরণ পুরাতন সাতক্ষীরায় জমিজমা বিরোধে ৪জনকে পিটিয়ে আহত কোটা সংস্কারের দাবিতে বঙ্গভবনের স্মারকলিপি দিলেন শিক্ষার্থীরা যারা না জেনে সমালোচনা করেন, তারা মানসিক রোগী: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশু গৃহকর্মীকে  নির্যাতনের ঘটনায় দম্পতি গ্রেফতার। সাভারে চুরির অপবাদ দিয়ে শিশু গৃহকর্মীকে নির্যাতন, জিজ্ঞাসাবাদের জন্য আটক দুই

ব্রাজিল-আর্জেন্টিনা : ফাইনালের আগে খাতা-কলমে কে এগিয়ে ?

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১

প্রতিটি বিশ্বকাপেই ভক্ত-সমর্থকদের চাওয়া খাবে ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল। কিন্তু বিশ্বকাপের ৯১ বছরের ইতিহাসে এই দুই চির প্রতিদ্বন্দ্বী ফাইনালে মুখোমুখি হয়নি কখনো। তবে, কোপা আমেরিকার ফাইনালে তারা অনেকবারই মুখোমুখি হয়েছে। এবারও যেমনটা হলো।

২০০৭ সালে কোপা আমেরিকার ফাইনালে সর্বশেষ মুখোমুখি হয়েছিল লাতিন আমেরিকার এই দুই পাওয়ার হাউজ। অবশেষে ১৪ বছর পর আবারও বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল এবং আর্জেন্টিনা।

ইতিহাস বলছে, বড় আসরে ব্রাজিলের কাছে পাত্তাই পায় না আর্জেন্টিনা। এর আগে ২০০৭ সালের কোপা ফাইনালে ৩-০ গোলে জয় পেয়েছিল ব্রাজিল। ২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালেও ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিতে হয়েছিল আর্জেন্টিনাকে। এবারর কী সেই ফলের অ্যাকশন রিপ্লে হবে নাকি ফল বদলাবে?

# তবে কোপার তথ্য-পরিসংখ্যান বিচার করলে দেখা যাবে ২টি বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা এবং পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের থেকে কোপা আমেরিকায় প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে রয়েছে আর্জেন্টাইরাই। এখন পর্যন্ত ১৪ বার লাতিন আমেরিকার সর্বোচ্চ শিরোপা জিতেছে আর্জেন্টিনা এবং ৯ বার কোপায় চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল।

# কোপা আমেরিকার দ্বৈরথে এগিয়ে অবশ্য মেসির দেশই। এখনও পর্যন্ত ৩৩টি ম্যাচে মুখোমুখি হয়েছে এই দুটি দেশ। এরমধ্যে আর্জেন্টিনা জিতেছে ১৫টি ম্যাচ এবং ব্রাজিল জিতেছে ১০টিতে, ড্র হয়েছে ৮টি ম্যাচ।

# গোলের সংখ্যার দিক দিয়েও এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। মেসির দেশ কোপায় ব্রাজিলের বিরুদ্ধে এখনও পর্যন্ত করেছে ৫২টি গোল অন্যদিকে আর্জেন্টিনার বিরুদ্ধে নেইমারের ব্রাজিল করেছে ৪০টি গোল।

# তবে সামগ্রিক দ্বৈরথে এগিয়ে কিন্তু ব্রাজিলই। সব প্রতিযোগিতা ধরলে এখনও পর্যন্ত দুই দেশ পরস্পরের মুখোমুখি হয়েছে মোট ১০৭ বার। ৩৯টিতে জিতেছে আর্জেন্টিনা, ব্রাজিল জিতেছে ৪৩টিতে, ড্র হয়েছে ২৫টি ম্যাচ।

# আর্জেন্টিনা গোল করেছে ১৬১টি, ব্রাজিল ১৬৬টি। বিশ্বকাপে চারবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা। ২ বার জিতেছে ব্রাজিল, একবার আর্জেন্টিনা এবং একটি ম্যাচ হয়েছে ড্র। ব্রাজিল গোল করেছে ৫টি, আর্জেন্টিনা তিনটি।

# ফিফা কনফেডারেশন্স কাপে একবারই হয়েছে এই দ্বৈরথ, ২০০৫ সালের ফাইনালে। সেবারের ম্যাচটিতে ব্রাজিল জেতে ৪-১ গোলে। বিশ্বকাপের বাছাই পর্বের খেলায় দুই দেশ মুখোমুখি হয়েছে ৮বার। চারবার জিতেছে ব্রাজিল, দুবার আর্জেন্টিনা এবং দুটি ম্যাচ হয়েছে ড্র।

এবার রোববারের ফাইনালের দিকে তাকিয়ে পুরো ফুটবল বিশ্ব। এখন দেখার বিষয়, কোপা আমেরিকা-২০২১ এর ফাইনালে নেইমার ও মেসি, ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের রেকর্ড কতটা বদলাতে পারেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..