প্রতিটি বিশ্বকাপেই ভক্ত-সমর্থকদের চাওয়া খাবে ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল। কিন্তু বিশ্বকাপের ৯১ বছরের ইতিহাসে এই দুই চির প্রতিদ্বন্দ্বী ফাইনালে মুখোমুখি হয়নি কখনো। তবে, কোপা আমেরিকার ফাইনালে তারা অনেকবারই মুখোমুখি হয়েছে। এবারও যেমনটা হলো।
২০০৭ সালে কোপা আমেরিকার ফাইনালে সর্বশেষ মুখোমুখি হয়েছিল লাতিন আমেরিকার এই দুই পাওয়ার হাউজ। অবশেষে ১৪ বছর পর আবারও বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল এবং আর্জেন্টিনা।
ইতিহাস বলছে, বড় আসরে ব্রাজিলের কাছে পাত্তাই পায় না আর্জেন্টিনা। এর আগে ২০০৭ সালের কোপা ফাইনালে ৩-০ গোলে জয় পেয়েছিল ব্রাজিল। ২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালেও ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিতে হয়েছিল আর্জেন্টিনাকে। এবারর কী সেই ফলের অ্যাকশন রিপ্লে হবে নাকি ফল বদলাবে?
# তবে কোপার তথ্য-পরিসংখ্যান বিচার করলে দেখা যাবে ২টি বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা এবং পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের থেকে কোপা আমেরিকায় প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে রয়েছে আর্জেন্টাইরাই। এখন পর্যন্ত ১৪ বার লাতিন আমেরিকার সর্বোচ্চ শিরোপা জিতেছে আর্জেন্টিনা এবং ৯ বার কোপায় চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল।
# কোপা আমেরিকার দ্বৈরথে এগিয়ে অবশ্য মেসির দেশই। এখনও পর্যন্ত ৩৩টি ম্যাচে মুখোমুখি হয়েছে এই দুটি দেশ। এরমধ্যে আর্জেন্টিনা জিতেছে ১৫টি ম্যাচ এবং ব্রাজিল জিতেছে ১০টিতে, ড্র হয়েছে ৮টি ম্যাচ।
# গোলের সংখ্যার দিক দিয়েও এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। মেসির দেশ কোপায় ব্রাজিলের বিরুদ্ধে এখনও পর্যন্ত করেছে ৫২টি গোল অন্যদিকে আর্জেন্টিনার বিরুদ্ধে নেইমারের ব্রাজিল করেছে ৪০টি গোল।