বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ন , ই-পেপার

১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে বুক ফুলিয়ে দাঁড়িয়েছিলেন জিয়াউর রহমান : ড. আবদুল মঈন খান

নাসির উদ্দিন : নরসিংদী জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

“১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে বুক ফুলিয়ে সবচেয়ে আগে দাঁড়িয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান”— মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

বুধবার (১০ ডিসেম্বর) বিকাল ৩টায় নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর শাহী ঈদগাহ মাঠে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

তিনি বলেন, “২৫ মার্চের কালো রাতে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন পাকিস্তান সেনাবাহিনীর তৎকালীন মেজর জিয়াউর রহমান। সে সময় আওয়ামী লীগের কেউ সাহস করে বলতে পারেনি ‘উই রিভল্ট পাকিস্তান’। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান, যা পরবর্তীতে বিবিসির মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।”

ড. মঈন খান আরও বলেন, জিয়াউর রহমান সম্মুখযুদ্ধে নেতৃত্ব দিয়ে ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের পর দেশে ফিরে আসেন। তাঁর বীরত্বের স্বীকৃতি হিসেবে দেশের মানুষ স্বেচ্ছায় তাকে মুক্তিযুদ্ধের সর্বোচ্চ সামরিক সম্মান ‘বীর উত্তম’ উপাধিতে ভূষিত করে। “এই ইতিহাস জানতে হবে, পর্যালোচনা করতে হবে”— যোগ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন

মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও মাধবদী থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাজী এমদাদ হোসেন রানা।
আরও বক্তব্য রাখেন
পলাশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভুইয়া মিল্টন
নরসিংদী জেলা বাস-ট্রাক মালিক সমিতির সভাপতি সারুয়ার মৃধা
মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি ইফতেখার আলম বাবলা
পলাশ উপজেলা বিএনপির সভাপতি সাত্তার মিয়া
পলাশ উপজেলা বিএনপির সহ-সভাপতি স্বপন মিয়া
পাচদোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাচ্চু মিয়া
নরসিংদী জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ফয়সাল বাদশা
মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি সুজন ভুইয়া
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন
তাতীদল সভাপতি কামাল হোসেন
ছাত্রদল নেতা টিপু শ্রমিকদল সাধারণ সম্পাদক মো. দুখাই মিয়া ছাত্রদল নেতা মুছা
অনুষ্ঠানে হাজী এমদাদ হোসেন রানা নিজ উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন এবং প্রায় এক হাজার অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..