মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০১:০০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের সহযোগিতা ও নিরাপত্তায় ইসির বিশেষ পরিপত্র ভোলায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সাউথইস্ট ব্যাংক টাঙ্গাইলের মির্জাপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে অর্থদণ্ড জরিমানা ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা, আরও একজন আহত মদনে বিএনপি নেতা এনামুল হক নিজ উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ সিন্ডিকেট প্রধান আব্দুস সালাম আরেফকে তলব করেছে প্রতিযোগিতা কমিশন তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উত্তরবঙ্গের ৯ জেলা সফরে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তা চেয়ে সরকারের কাছে বিএনপির চিঠি হাদি হ’ত্যাকা’ণ্ড যুবলীগ নেতা বাপ্পীর নির্দেশেই লালমোহনে আইনশৃঙ্খলা কোন পথে? খুন–চুরি–মাদকের ঘটনায় বাড়ছে উদ্বেগ!

জুলাই গণঅভ্যুত্থানের শহীদের স্মরণে বাঙলা কলেজে নতুন ছাত্রাবাস।

বাংলা কলেজ ক্যাম্পাস প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানের শহীদের স্মরণে বাঙলা কলেজে নতুন ছাত্রাবাস।

আজ ১৪ আগস্ট (বৃহস্পতিবার) — সরকারি বাঙলা কলেজে ‘শহীদ সাগর ছাত্রাবাস’ নামে একটি নতুন ছাত্রাবাসের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শহীদ সাগরের পিতা ও কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুল হাসান ফিতা কেটে এর উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মিটুল চৌধুরি। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও কলেজ কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা শহীদ সাগরের স্মৃতিকে সম্মান জানিয়ে একটি ছাত্রাবাসের নামকরণের দাবি জানিয়ে আসছিলেন। কলেজ কর্তৃপক্ষ সেই দাবির প্রেক্ষিতেই নবনির্মিত এই আবাসিক ভবনের নামকরণ করে ‘শহীদ সাগর ছাত্রাবাস’।

উদ্বোধনী বক্তব্যে আবেগাপ্লুত শহীদ সাগরের পিতা বলেন, “আমার সাগর আজ নেই, তবে আপনাদের ভালোবাসায় সে বেঁচে থাকবে। সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে শান্তিতে রাখেন।”

প্রফেসর কামরুল হাসান বলেন, “বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদ সাগর ছিলেন অগ্রণী। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি আমরা সরকারিভাবে বাস্তবায়ন করেছি। যাঁরা এই আন্দোলনে জীবন দিয়েছেন, সবার আত্মার মাগফিরাত কামনা করছি।”

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় ১৯ জুলাই রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে পুলিশের গুলিতে শহীদ হন সাগর। তিনি বাঙলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..