বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সেপ্টেম্বর / ২০২৫ মাসের কর্ম মুল্যায়নে নরসিংদী জেলার শ্রেষ্ঠ এস আই ( নি:) ইউসুফ আহম্মেদ। মেট্রোরেলের চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হচ্ছে মিরপুরে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক লোহাগড়ায় রাস্তা বন্ধ করে প্রতিবেশীর দেয়াল নির্মাণ, চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের গনসংযোগ ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হলেন শহিদুল আলম সাবেক সেনা সদস্যের স্ত্রী ও মেয়েকে জবাই করে হত্যা, ৩০ ভরি স্বর্ণ লুট ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা বাতিল করল সরকার

জুলাই গণঅভ্যুত্থানের শহীদের স্মরণে বাঙলা কলেজে নতুন ছাত্রাবাস।

বাংলা কলেজ ক্যাম্পাস প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানের শহীদের স্মরণে বাঙলা কলেজে নতুন ছাত্রাবাস।

আজ ১৪ আগস্ট (বৃহস্পতিবার) — সরকারি বাঙলা কলেজে ‘শহীদ সাগর ছাত্রাবাস’ নামে একটি নতুন ছাত্রাবাসের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শহীদ সাগরের পিতা ও কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুল হাসান ফিতা কেটে এর উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মিটুল চৌধুরি। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও কলেজ কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা শহীদ সাগরের স্মৃতিকে সম্মান জানিয়ে একটি ছাত্রাবাসের নামকরণের দাবি জানিয়ে আসছিলেন। কলেজ কর্তৃপক্ষ সেই দাবির প্রেক্ষিতেই নবনির্মিত এই আবাসিক ভবনের নামকরণ করে ‘শহীদ সাগর ছাত্রাবাস’।

উদ্বোধনী বক্তব্যে আবেগাপ্লুত শহীদ সাগরের পিতা বলেন, “আমার সাগর আজ নেই, তবে আপনাদের ভালোবাসায় সে বেঁচে থাকবে। সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে শান্তিতে রাখেন।”

প্রফেসর কামরুল হাসান বলেন, “বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদ সাগর ছিলেন অগ্রণী। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি আমরা সরকারিভাবে বাস্তবায়ন করেছি। যাঁরা এই আন্দোলনে জীবন দিয়েছেন, সবার আত্মার মাগফিরাত কামনা করছি।”

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় ১৯ জুলাই রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে পুলিশের গুলিতে শহীদ হন সাগর। তিনি বাঙলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..